মেয়েদের বিপিএল আয়োজন করবে বিসিবি

Looks like you've blocked notifications!
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : বিসিবি

একটু একটু করে নিজেদের গুছিয়ে নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ঘোষণা দিয়েছে নারী ক্রিকেটের অবকাঠামো উন্নয়নের। এরই ধারাবাহিকতায় মেয়েদের বিপিএল চালু করতে যাচ্ছে বিসিবি।

গতকাল বুধবার (৩১ মে) বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘এই প্রশ্নটা বিভিন্নভাবেই হচ্ছে। অনেকের আগ্রহ দেখা দিচ্ছে। যদি আগ্রহ অব্যাহত থাকে, তাহলে আমরা দুই-এক বছরের মধ্যেই নারীদের বিপিএলে শুরু করতে যাচ্ছি।’

শফিউল আলম আরও বলেন, ‘বাংলাদেশের নারী দলটাকে ঢেলে সাজানো হচ্ছে। আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করব। আমাদের নারীরা এখন কোনো অংশে কম নয়।’

ছেলেদের মতো বাংলাদেশের নারী ক্রিকেটাররাও ভালো খেলছে এখন। জ্যোতি-জাহানারারা আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য গৌরব বয়ে আনছেন। চেষ্টা করছেন নিয়মিত উন্নতি করার। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও দারুণ খেলেছেন তারা।

তবে ছেলেদের মতো সুযোগ পাওয়া তো দূরে থাক, পিছিয়ে আছেন অনেকটাই। এবার অবশ্য নারী ক্রিকেটের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে একটি হচ্ছে পুরুষ দলের মতো প্রমীলা দলেও থাকবেন একাধিক নির্বাচক।