ইউরোপা লিগের চ্যাম্পিয়ন সেভিয়া

Looks like you've blocked notifications!
সেভিয়া ও রোমার মধ্যকার ম্যাচ। ছবি : সেভিয়ার ফেসবুক পেজ

পুসকাস অ্যারেনায় জমজমাট এক ফাইনাল উপহার দিল ইউরোপা লিগ। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। যেখানে পেনাল্টি শুটআউটে রোমাকে হারিয়ে ইউরোপা লিগের চ্যাম্পিয়নের মুকুট পরে সেভিয়া।

হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় গতকাল বুধবার রাতের ফাইনালে টাইব্রেকারে রোমাকে ৪-১ গোলে হারিয়েছে সেভিয়া। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। এরপর অতিরিক্ত সময়েও মেলেনি গোলের দেখা। ফলে ম্যাচের ফল নির্ধারণ হয় পেনল্টিতে। যেখানে শেষ হাসি হাসে সেভিয়া।

টাইব্রেকারে সেভিয়ার চারজন শট নেন সবাই পান জালের দেখা। কিন্তু রোমা একটির বেশি গোল করতে পেরেনি। অথচ ম্যাচের নির্ধারিত সময়ে প্রথম গোলের দেখা পায় রোমাই। আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার গোলে ম্যাচের ৩৪তম মিনিটেই এগিয়ে যায় রোমা। কিন্তু বিরতির পর রোমার আত্মঘাতি গোলই কাল হয়ে দাঁড়ায় তাদের। যার খেসারত দিতে হয় তাদেরই।

গোলটি হয় ম্যাচের ৫৪তম মিনিটে। হেসুস নাভাসের একটি বিপজ্জনক ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ডিফেন্ডার মানচিনি। যার জের ধরে ম্যাচ হারাতে হলো তাদের।