চেন্নাইকে ট্রফি এনে দিয়ে ছুরি-কাঁচির নিচে যাচ্ছেন ধোনি

Looks like you've blocked notifications!
মহেন্দ্র সিং ধোনি। ছবি : বিসিসিআই

চেন্নাই সুপার কিংসকে আরেকটি শিরোপা উপহার দিলেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যৌথভাবে আইপিএলের সবচেয়ে সফল দল এখন চেন্নাই আর সফল অধিনায়ক ধোনি। তবে, ট্রফি এনে দিয়ে এবার ছুরি-কাঁচির নিচে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক।

কেননা, এবারের আইপিএলে পুরো আসরই চোটে ভুগেছেন ধোনি। হাঁটুর চোট নিয়েই খেলেছেন পুরো মৌসুম। তাই এবার সুস্থ হতে চিকিৎসকের শরণাপন্ন ভারতের এই তারকা। প্রয়োজন হলে করা লাগতে পারে অস্ত্রোপচারও। খবর ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের।

এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে ধোনি জানান, ভক্তদের জন্য আরও এক মৌসুম খেলতে চান তিনি। তবে, সেটার সম্ভাবনা ফিটনেসের ওপর ছেড়ে দিয়েছেন ভারতীয় তারকা। তাই পরের মৌসুম আসার আগে চোট সারিয়ে তোলাই বড় চ্যালেঞ্জ চেন্নাই সুপার কিংস অধিনায়কের।  

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, গতকাল বুধবার মুম্বাইয়ের আম্বানি হাসপাতালে যান ধোনি। সেখানে চিকিৎসক দিনশ পারদিওয়ালকে দেখান তিনি। চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন ক্রিকবাজকে জানিয়েছেন, ‘ডাক্তার পারদিওয়ালের পরামর্শ নিতে গিয়েছেন ধোনি, পরের মৌসুমে ফিট থাকতে তিনি অস্ত্রোপচার করাতেও প্রস্তুত।’

এর আগে একই কথা ভারতের সংবাদ সংস্থা পিটিআইকেও বলেছেন বিশ্বনাথন। পিটিআইকে তিনি বলেছেন, ‘হ্যাঁ, এটা সত্য ধোনিকে মেডিকেল পরামর্শ নিতে হবে। হাঁটুর অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। যদি অস্ত্রোপচার দরকার হয়, সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’