বিতর্ক নিয়ে তৃতীয় রাউন্ডে নোভাক জকোভিচ

Looks like you've blocked notifications!
জয়ের পর নোভাক জকোভিচের উদযাপন। ছবি : এএফপি

সহজেই ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্লাম জয়ে লক্ষ্যে দ্বিতীয় রাউন্ডে হাঙ্গেরির মার্টন ফুকসোভিস্ককে হারিয়েছে জকোভিচ। তবে তৃতীয় রাউন্ড নিশ্চিত হলেও বিতর্কের জন্ম দিয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা।

আজ বৃহস্পতিবার (১ জুন) ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে ফুকসোভিস্ককে ৭-৬(২), ৬-০, ৬-৩ সেটে হারান জকোভিচ। র‌্যাঙ্কিয়ের তিনে থাকা জকোভিচ প্রথম সেটে ট্রাইবেকারে জিতলেও পরের দুই সেটে নিজের আধিপত্য দেখান। তবে জয় পেতে খুব বেশি কষ্ট না হলেও বিতর্কের জন্ম দিয়েছেন জোকোভিচ।

প্রথম রাউন্ডের ম্যাচ জেতার পর ক্যামেরার লেন্সের ওপর কসোভাকে নিয়ে জকোভিচ লেখেন,‘কসোভা সার্বিয়ার হৃদয়, হিংসা বন্ধ কর’। তার এই বার্তা ভালোভাবে নেয়নি ফরাসি সরকার। কেন তিনি এমন রাজনৈতিক মন্তব্য করলেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

অবশ্য আন্তর্জাতিক টেনিস ফেডারেশন জানিয়েছে, রাজনৈতিক মন্তব্য করা যাবে না, গ্র্যান্ড স্লাম আইনে তো এমন কথা বলা নেই। তাই হুট করেই তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে নারাজ ফেডারেশন।

এদিকে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা স্প্যানিস তারকা কার্লোস আলকারাজ জাপানের তারে ড্যানিয়েলকে ৬-১,৩-৬. ৬-১, ৬-২ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেছেন। র‌্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা দানিল মেদদেভেদ প্রথম রাউন্ডে ব্রাজিলিয়ান প্রতিনিধি চিয়াগোর কাছে ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৪ সেটে হেরে বিদায় নেন।