আর্জেন্টিনায় বর্ণবাদের শিকার ব্রাজিলের ফুটবলার

Looks like you've blocked notifications!
ব্রাজিলের ফুটবলার রেনান। ছবি : এএফপি

‘ফুটবলে বর্ণবাদ ও বৈষম্য রয়েই গেছে’, সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার এ কথা বলেছিলেন বেশ কয়েকবছর আগে৷ ব্লাটারের এই স্বীকারোক্তি যেন বর্তমান বাস্তবতারই প্রতিচ্ছবি৷ একের পর এক বর্ণবাদের শিকার হচ্ছেন ফুটবলাররা। যে তালিকায় সর্বশেষ সংযোজন ব্রাজিলের এক তরুণ ফুটবলার।

গতকাল বৃহস্পতিবার (১ জুন) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ‘বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের ডিফেন্ডার রবার্ত রেনান। আর্জেন্টিনায় চলমান যুব বিশ্বকাপে তার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।’

যুব বিশ্বকাপের শেষ ষোলোতে গতকাল বৃহস্পতিবার আর্জেন্টিনার কিউদাদ দে লা প্লাতা স্টেডিয়ামে তিউনিসিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ব্রাজিল। সেই ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড দেখেন ব্রাজিলের রেনান। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় রেনানের উদ্দেশে গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্য করেন দর্শকদের একাংশ। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও রেনানকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করা হয়।

ম্যাচ শেষে রেনান সেগুলোর স্ক্রিনশট ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘বর্ণবাদীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলগুলো স্থানীয় আদালতে আর ফিফাকে পাঠিয়েছে সিবিএফ। একই সঙ্গে শাস্তির জন্য অনুরোধও করা হয়েছে।’

ক’দিন আগেই রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন। এই ঘটনায় ফুটবল বিশ্বে তোলপাড় কম হয়নি। সাবেক ও বর্তমান অনেক তারকা ফুটবলাররা এই বিষয়ে ব্যাপক সমালোচনাও করেছেন। ওই ঘটনায় ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চেয়েছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।