নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রোনালদো

Looks like you've blocked notifications!
ছবি : ক্রিস্টিয়ানো রোনালদোর ফেসবুক পেজ থেকে নেওয়া।

কাতার বিশ্বকাপে ভরাডুবির পর পর্তুগাল জাতীয় দলে অনিশ্চিত হয়ে পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসের তারকাকে বিশ্বকাপের ম্যাচে বেঞ্চে বসিয়ে রেখে আলোচনার জন্ম দিয়েছিলেন সাবেক পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। তখন অনেকেই পর্তুগিজ জার্সিতে শেষ দেখে ফেলেছিলেন রোনালদোর।

ধারণা করা হচ্ছিল, নতুন কোচ রবার্তো মার্টিনেজের অধীনে দলে সুযোগ পাবেন না রোনালদো। তবে শঙ্কার কালো মেঘ উড়িয়ে মার্চে ঠিকই মাঠে নামেন পর্তুগিজ অধিনায়ক। রোনালদোকে রেখেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দল ঘোষণা সাজান পর্তুগাল কোচ।

সেই সঙ্গে রোনালদোর অভিজ্ঞতা নিয়ে আশার কথা শোনান মার্টিনেজ। কিন্তু এতদিন ধরে এই ব্যাপারে নিশ্চুপ ছিলেন সিআরসেভেন। এবার মুখ খুললেন নিজের ভবিষ্যৎ নিয়ে। নিজের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে লক্ষ্যমাত্রার শুরুটা অল্প অল্প করেই নির্ধারণ করছেন তিনি। তাই শুরুতে তাঁর লক্ষ্য ইউরো চ্যাম্পিয়নশিপে মাঠে নামার। বাকি চিন্তা তারপরের জন্যই তোলা রাখলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

বর্তমানে সৌদি ক্লাব মাতানো রোনালদো সেশন শেষে সংক্ষিপ্ত সফরে গেছেন সিঙ্গাপুরে। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি। সেখানে গিয়ে ভিক্টোরিয়া জুনিয়র কলেজে ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তব্যও রেখেছে। ভিক্টোরিয়া জুনিয়র কলেজের ছাত্রছাত্রীদের আনন্দ দেওয়ার পর সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসকে রোনালদো ভবিষ্যৎ নিয়ে বলেছেন, ‘প্রথমত, আমি আগামী বছরের ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে চাই। আমি মনে করি, লক্ষ্যটাকে স্বল্প ও মধ্য মেয়াদী ভাগে ভাগ করাটা খুবই জরুরি। এরপর দেখা যাক, কী হয়।’