শেষ পর্যন্ত সৌদিতেই যাচ্ছেন বেনজেমা!

Looks like you've blocked notifications!
আল-ইত্তিহাদের জার্সিতে বেনজেমা। ছবি : ফ্যাব্রিজিয়ো রোমানোর অফিসিয়াল ফেসবুক

দিন কয়েক আগে গুঞ্জন উঠেছিল—করিম বেনজেমা মাদ্রিদ ছেড়ে সৌদি আরবে যাচ্ছেন। সৌদি প্রো লিগের দল আল-ইত্তিহাদ বেশ বড় প্রস্তাব নিয়েই আসে তার কাছে। কিন্তু বেনজেমা তখন বলেছিলেন, আমি এখনও মাদ্রিদেই আছি। তবে, গুঞ্জন সত্যি করে গতকাল রোববার (৪ জুন) মাদ্রিদ ছাড়লেন ফরাসি তারকা।

মাদ্রিদ ছাড়ার একদিনের মাথায় আজ সোমবার (৫ জুন) নাকি সৌদি ক্লাব আল-ইত্তিহাদে যোগ দিয়েছেন বেনজেমা। এমনটিই জানালেন দলবদল বিষয়ে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো। নিজের অফিসিয়াল ফেসবুকে পোস্ট দিয়ে রোমানো জানান, ‘আল-ইত্তিহাদ বেনজেমার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে। ২০২৫ সাল পর্যন্ত সৌদি প্রো লিগের দলটিতে থাকবেন তিনি। তাকে বার্ষিক ২০০ মিলিয়ন ইউরোর পাশাপাশি বাণিজ্যিকভাবে লভ্যাংশ প্রদান করা হবে।’

আগামীকাল মঙ্গলবার (৬ জুন) রিয়াল মাদ্রিদ থেকে আনুষ্ঠানিক বিদায় নেবেন বেনজেমা। এরপরই নাকি সৌদি আরবের উদ্দেশ্যে পাড়ি জমাবেন ফরাসি এই তারকা।

২০০৯ সালে ফরাসি ক্লাব অলিম্পিক লিও থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন বেনজেমা। ১৪ মৌসুম মাদ্রিদে খেলেছেন তিনি। মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ২৫টি শিরোপা জিতেছেন বেনজেমা। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি ক্লাব বিশ্বকাপ; চারটি করে লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ এবং তিনটি কিংস কাপ আছে বেনজেমার নামের পাশে।

রিয়াল মাদ্রিদের জার্সিতে ৬৪৭ ম্যাচ খেলেছেন বেনজেমা, যা ক্লাবটির পক্ষে পঞ্চম সর্বোচ্চ। গোল করেছেন ৩৫৩টি। এটিও রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ। লা লিগায় ২৩৬ গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে ৯০ গোলও মাদ্রিদের পক্ষে রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে তাকে। প্রাপ্তির মুকুটে যোগ হয় ২০২২ সালের উয়েফা ব্যালন ডি অর ও উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।