মেসির বার্সায় ফেরা নিয়ে ফের গুঞ্জন

Looks like you've blocked notifications!
মেসি যখন বার্সায় ছিলেন। ছবি :মেসির অফিসিয়াল ফেসবুক পেজ

লিওনেল মেসির আতুড়ঘর বার্সেলোনা। এখানেই তার বিশ্বসেরা হয়ে ওঠা। দুই মৌসুম আগেও মেসি আর বার্সা ছিল মিলেমিশে একাকার। হঠাৎই সে ঘরে ধরে ভাঙন। ২০২১ সালে মায়ার বাঁধন ছিঁড়ে বার্সা থেকে প্যারিসে পাড়ি জমান মেসি। কিন্তু, পিএসজিতে কেন জানি গড়ে ওঠেনি বার্সার মতো বন্ধন। ক্লাবটির সঙ্গে সম্পর্কে পড়ে ভাটা। চলতি জুনে শেষ হচ্ছে চুক্তি, এর আগেই বিদায় জানান পিএসজিকে। খবর চাউড় হয়েছে, মেসিকে আবার পেতে চায় বার্সেলোনা। এরই মধ্যে আল-হিলাল নিয়ে  চলছে গুঞ্জন।

পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক শেষ হওয়ার পর প্যারিসে এসেছে আল-হিলালের একদল প্রতিনিধি। সৌদি ক্লাবটির প্রতিনিধি দল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে দেখা করে সম্পূর্ণ চুক্তি সেরে ফেলতে চায় এই সপ্তাহেই, এমনটিই জানা গিয়েছিল এএফপির বরাতে প্যারিসটক ওয়েবসাইটের দেওয়া খবরে।

এবার বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো দিলেন নতুন খবর। আজ সোমবার (৫ জুন) তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে করা পোস্ট থেকে জানা যায়, মেসির বাবা হোর্হে মেসি দেখা করেছেন বার্সেলোনা ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে। মেসির বার্সায় ফেরা নিয়ে আলাপ হয়েছে তাদের মধ্যে। হয়েছে ইতিবাচক আলোচনা।

সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানোর বক্তব্যের পর বার্সায় ফেরা নিয়ে ফের জমে ওঠে গুঞ্জন। এর আগে চলতি বছরের এপ্রিলজুড়ে মেসির বার্সায় ফেরা নিয়ে জোড়েসোড়ে উঠেছিল গুঞ্জন-ঝড়। 

মেসিকে বার্সায় আনার ক্ষেত্রে লা লিগার অর্থনৈতিক নীতিমালার কিছু নিষেধাজ্ঞা ও কড়াকড়ি ছিল। বার্সার দাবি, তাদের পরিকল্পনায় লা লিগাকে তারা মানাতে পেরেছেন। মেসির সঙ্গে চুক্তি করতে আর কোনো বাঁধা নেই।

মিটিং শেষে হোর্হে মেসি বলেন, ‘মেসি বার্সায় ফিরতে চায় এবং তাকে বার্সায় ফিরতে দেখলে আমার ভালো লাগবে। আমি এতটুকু বলতে পারি, আমরা আত্মবিশ্বাসী। ভবিষ্যৎটা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন।’

মেসি সৌদিতে যাচ্ছেন, নাকি বার্সায় ফিরছেন, না পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে, তা বলবে সময়। আপাতত মেসির গল্পটা আরেকবার জমে উঠল নতুন করে।