কাউন্টি ক্রিকেটেও যাচ্ছেন না তাসকিন

Looks like you've blocked notifications!
তাসকিন আহমেদ। ছবি : তাসকিনের অফিশিয়াল ফেসবুক পেজ

ভারতের সবচেয়ে জমাজমাট টুর্নামেন্ট আইপিএলে খেলতে চান সব ক্রিকেটাররাই। অনেকে দেশের খেলা ছেড়ে যোগ দেন আইপিএলে। সেই দিক দিয়ে ভিন্ন বাংলাদেশি তারকা তাসকিন আহমেদ। দেশের খেলার জন্য গত বছর লখনৌ সুপার জায়ান্টের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ডানহাতি এই পেসার।

এবার কাউন্টি ক্রিকেটে তাসকিনকে পেতে চেয়েছিল ইংলিশ ক্লাব ইয়র্কশায়ার। লাল বলের প্রতিযোগিতায় কয়েকটি ম‌্যাচ খেলার প্রস্তাব পান তাসকিন। কিন্তু এই প্রস্তাবে সাড়া দেওয়া সম্ভব হলো না। তাঁকে খেলতে দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। তাই কাউন্টি ক্রিকেটের প্রস্তাবে যাওয়া হবে না বাংলাদেশি তারকার।

কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের বর্তমান কোচ ওটিস গিবসন। তিনিই মূলত তাসকিনকে পেতে আগ্রহ দেখান। এজন‌্য সরাসরি বিসিবির সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। কিন্তু বিসিবি সে প্রস্তাবে সাড়া দেয়নি।

এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ‌্যমে বলেছেন, ‘হ্যাঁ, ইয়র্কশায়ার তাকে খেলাতে চেয়েছিল কিন্তু আমরা তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। বিশ্বকাপের আগে কাউন্টিতে লাল বলের ক্রিকেট খেলে সে ক্লান্ত হোক, আমরা তা চাই না। সে কেবলই চোট থেকে সুস্থ হয়েছে। আমাদের টেস্ট স্কোয়াডেও আছে এবং তাকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে।’