মেসির প্রভাবে লাফিয়ে বাড়ছে মায়ামির টিকেটের দাম

Looks like you've blocked notifications!

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে মেসির পিএসজিতে যাওয়ার খবর প্রকাশের পরই রেকর্ড পরিমান জার্সি বিক্রি করে পিএসজি। জার্সির পাশাপাশি মুহূর্তেই বাড়ে ক্লাবটি ফলোয়ার সংখ্যা। পিএসজির পর এবার একই অভিজ্ঞতার মুখোমুখি মেসির নতুন ক্লাব ইন্টার মায়ামি। মেসির যোগদানের খবরে একলাফে ১০০০ শতাংশ বাড়ল ক্লাবটির টিকেটের মূল্য।

আজ বৃহস্পতিবার (৮ জুন) জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, মায়ামির জার্সিতে মেসির অভিষেক হতে পারে আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে। সেই ম্যাচের টিকেটের মূল্য গত মঙ্গলবার পর্যন্ত ছিল ২৯ ডলার। একদিনের ব্যবধানে বুধবার সেই টিকেটের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩২৯ ডলার। যা ১০০০ শতাংশেরও বেশি।

এ ছাড়াও যে টিকেটের মূল্য ছিল ১২২ ডলার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৩ ডলার। আর সেই হিসেবে মেসির এই ম্যাচটিই এমএলএসের সবচেয়ে দামী ম্যাচের তকমা পেতে পারে। পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। এরপর ১ জুলাই থেকে মেসি ইন্টার মায়ামির হয়ে যাবেন। আর সেই হিসেবে মেসির অভিষেক হতে পারে আগামী ২১ জুলাই।

নিউইয়র্কের অনলাইন টিকেট নিয়ন্ত্রকারী প্লাটফর্ম টিকপিকের ব্র্যান্ড ম্যানেজার কাইল জর্ন জানান,‘মেসির ইন্টার মায়ামির হয়ে খেলার ঘোষণা দেওয়ার পর থেকেই আমাদের টিকেটের মূল্য লাফিয়ে বাড়ছে। যত ম্যাচ তিনি খেলবেন আমাদের হয়ে, ততই এই মূল্য আরও বাড়বে বলে প্রত্যাশা করছি।’

উল্লেখ্য, সৌদি ক্লাব আল হিলালের বিপুল পরিমাণ অর্থ আর সাবেক ক্লাব বার্সেলোনার প্রতি পুরনো প্রেমকে প্রাধান্য না দিয়েই মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। যদিও ঠিক কত টাকা চুক্তিতে কত সময়ের জন্য তিনি যোগ দিচ্ছেন সেই সম্পর্কে এখনও পরিস্কার করে কিছুই জানা যায়নি।