ধাক্কা সামলে প্রথম সেশন শেষ করল অস্ট্রেলিয়া

Looks like you've blocked notifications!
দিনের শুরুতেই ভারতকে সাফল্য এনে দেন উমেশ যাদব। ছবি : ইন্ডিয়ান ক্রিকেট টিমের অফিসিয়াল ফেসবুক পেজ

তৃতীয় দিনের সেট ব্যাটার মার্নাস লাবুশেনকে শুরুতেই ফিরিয়ে দেন উমেশ যাদব। লাবুশেনকে স্লিপে চেতেশ্বর পূজারার ক্যাচ বানিয়ে ভারতকে আনন্দের উপলক্ষ এনে দেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চতুর্থ দিনে আজ শনিবার (১০ জুন) দ্রতই উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটে যায় অস্ট্রেলিয়া। যতটা দ্রুত উইকেট হারায়, তত তাড়াতাড়িই সামলে নেয় অসিরা।

লাঞ্চ বিরতিতে যাবার আগে ২৬ ওভারে দুই উইকেট হারিয়ে ৭৮ রান তোলে অসিরা। চতুর্থ দিনের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ২০১ রান নিয়ে প্রথম সেশন শেষ করল অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে তাদের লিড ৩৭৪ রানের।

তৃতীয় দিনের ১২৩ রান নিয়ে দিন শুরু করা অসিরা লাবুশেনকে হারানোর পর অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিন মিলে ৪৩ রানের জুটি গড়েন। স্ট্রাইক টিক রেখে ক্যারি রান করলেও দেখেশুনে খেলেন গ্রিন। রবীন্দ্র জাদেজার বলে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেন ৯৫ বলে ২৫ রানের ইনিংস। পরিস্থিতি অনুযায়ী যে ইনিংসকে আদর্শ বলতেই হয়।
গ্রিন আউট হওয়ার পর ক্রিজে আসেন মিচেল স্টার্ক। স্টার্ক ও ক্যারি অবিচ্ছিন্ন আছেন ৩৪ রানের জুটি নিয়ে। ৪১ রান করে ক্যারি ও ১১ রান করে অপরাজিত আছেন স্টার্ক।

চতুর্থ দিনের এখনও দুই সেশন বাকি। এখন পর্যন্ত এগিয়ে আছে অস্ট্রেলিয়া। বড় সংগ্রহের পথেই এগুচ্ছে তারা। তবে, ভারতের পেসারদের সামাল দিলেও দ্বিতীয় ইনিংসে জাদেজার স্পিনে হিমশিম খাচ্ছে অসি ব্যাটাররা। ইনিংসে এখন পর্যন্ত ছয় উইকেটের তিনটিই নিয়েছেন জাদেজা। বলা চলে এই ইনিংসে ভারতকে খানিকটা খুব বেশি পেচিয়ে থাকতে দেননি তিনি।