ফ্রেঞ্চ ওপেন জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন জকোভিচ

Looks like you've blocked notifications!
নোভাক জকোভিচ। ছবি: এএফপি

ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে পুরুষ এককে ফের বিশ্ব  র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের পর এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরেন জকোভিচ। ২০ বছর বয়সী কার্লোস আলকারাজকে হটিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন তিনি।

গত রোববার (১১ জুন) ফিলিপে চ্যাটরিয়ার কোর্টে রুডকে ৭-৬, ৬-৩, ৭-৫ সেটে হারিয়ে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ২৩তম গ্র্যান্ড স্লাম জেতার পাশাপাশি চারটি গ্র্যান্ড স্লাম অন্তত তিনবার করে জেতার অনন্য কীর্তি গড়েন জকোভিচ।

এমন কীর্তি গড়ার দিনে রাফায়েল নাদালকে পেছনে ফেলে সবচেয়ে বেশি বয়সে ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ডও নিজের নামে করে নিলেন এই সার্বিয়ান তারকা। জকোভিচ ২০১২ ও ২০১৪ সালে রাফায়েল নাদাল আর ২০১৫ সালে হারেন স্তান ওয়ারিঙ্কার সঙ্গে। অ্যান্ডি মারেকে হারিয়ে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের স্বাদ পান তিনি ২০১৬ সালে। ২০২০ সালে রাফায়েল নাদালের কাছে হারের পর ২০২১-এ দ্বিতীয় শিরোপা স্তেফানোস সিতসিপাসকে হারিয়ে।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশ: ১. নোভাক জোকোভিচ (সার্বিয়া) ৭৫৯৫ পয়েন্ট (+২), কার্লোস আলকারাজ (স্পেন) ৭১৭৫ (-১), দানিল মেদভেদেভ (রাশিয়া) ৬১০০ (-১), ক্যাস্পার রুড (নরওয়ে) ৪৯৬০, স্টেফানোস সিতসিপাস (গ্রীস) ৪৯২০, হোলগার রুন (ডেনমার্ক) ৪৩৭৫, আন্দ্রে রুভলেভ (রাশিয়া) ৪০০০, টেলর ফ্রিটজ (মার্কিন যুক্তরাষ্ট্র) ৩৫১৫, জনিক সিনার (ইতালি) ৩৩০০, কারেন খাচানভ (রাশিয়া) ৩১২৫ (+১)।