পবিত্র হজ পালন করতে গেলেন বাবর-রিজওয়ান

Looks like you've blocked notifications!
হজ পালন করতে এখন সৌদিতে অবস্থান করছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ছবি : টুইটার।

পাকিস্তানের ক্রিকেটে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান যেন মানিকজোড়। মাঠের ক্রিকেটে একসঙ্গে খেলেন, ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে চলেন। মাঠের বাইরেও একসঙ্গে এগিয়ে চলছেন তারা। এবার দুজন পাড়ি জমালেন পবিত্র হজের উদ্দেশে। এমনটিই জানিয়েছে ক্রিকেটভিত্তিক পাকিস্তানি ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান।

গতকাল রোববার (১৮ জুন) ক্রিকেট পাকিস্তানের একটি প্রতিবেদনে জানা যায়, পবিত্র হজ পালন করতে ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন বাবর ও রিজওয়ান। তারা দুজন একা যাননি। সঙ্গে পরিবারের সদস্যরাও গিয়েছেন। পাকিস্তানি অধিনায়ক বাবর তার সঙ্গে মাকে নিয়ে গেছেন হজ পালনে। অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ানের সঙ্গী হয়েছেন মা ও স্ত্রী।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের বিভিন্ন ছবি ও ভিডিও। এই বছর পবিত্র হজ পালিত হবে ২৭ জুন। পরদিন ২৮ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে পাকিস্তানের এই দুই তারকা ক্রিকেটার একসঙ্গে ব্যবসায় শিক্ষার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হার্ভার্ড বিজনেস স্কুলের ‘দ্য বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস’ প্রোগ্রামে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তাদের আগে কোনো ক্রিকেটার হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশ নেননি।