ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতের দল ঘোষণা

Looks like you've blocked notifications!
ভারতীয় টেস্ট দল। ছবি : ইন্ডিয়ান ক্রিকেট টিমের অফিসিয়াল পেসবুক পেজ

আগামী জুলাই-আগস্টে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত। দ্বিপাক্ষিক সিরিজটিতে অনুষ্ঠিত হবে দুই টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি। সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে, এখন শুধু টেস্ট ও ওয়ানডের দল ঘোষণা করেছে তারা। আজ শুক্রবার (২৩ জুন) নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে দল ঘোষণা করে বিসিসিআই।

দুই ফরম্যাটেই দল ঘোষণা করা হয়েছে রোহিত শর্মাকে অধিনায়ক করে। টেস্টে সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে। ওয়ানডেতে হার্দিক পান্ডিয়া। টেস্টের দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। নতুন করে দলে এসেছেন জাইসওয়াল ও রুতুরাজ গাইকোয়াড়। ১২ জুলাই থেকে শুরু হবে প্রথম টেস্ট।

ভারতের টেস্ট স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গাইকোয়াড়, বিরাট কোহলি, যস্বশী জাইসওয়াল, শ্রীকর ভারত, ঈশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাত ও নবদিপ সাইনি।

ভারতের ওয়ানডে স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গাইকোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, জয়দেব উনাদকাত, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও মুকেশ কুমার।