ফুটবল ক্লাব কিনছেন ফরাসি তারকা কান্তে

Looks like you've blocked notifications!
আল ইত্তিহাদের জার্সি হাতে এনগোলো কান্তে। ছবি : আল ইত্তিহাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে

ফরাসি তারকা এনগোলো কান্তের জন্য আগামীকাল শনিবার (১ জুলাই) দিনটা হতে চলেছে জোড়া আনন্দের। চলতি জুনে চেলসি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আর ইত্তিহাদে যোগ দিয়েছেন এই তারকা। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ ও চেলসির হয়ে ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা কান্তে এবার কিনতে যাচ্ছেন ফুটবল ক্লাব।

আগামীকাল শনিবার (১ জুলাই) বেলজিয়ামের তৃতীয় বিভাগের দল র‍য়্যাল এক্সেলজিয়র ভির্তোনের আনুষ্ঠানিক মালিকানা হাতে পাবেন তিনি। গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) গোল ডটকমের একটি প্রতিবেদনে জানা যায়, কান্তের সঙ্গে ক্লাবটির আগের মালিকের সার্বিক আনুষ্ঠানিকতা শেষ। এখন ১ জুলাই মালিকানা তুলে দেবেন বর্তমান মালিক ফ্ল্যাভিও বেক্কা।

বেলজিয়ামের তৃতীয় বিভাগের ক্লাবটি তাদের ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লেখে— ‘ছোট শহর, বড় স্বপ্ন।’ কান্তের মালিকানায় তারা যে উপরের দিকে উঠতে চায়, এক স্লোগানেই সেটি স্পষ্ট। তবে, কত টাকায় তিনি ক্লাবটি কিনেছেন তা জানায়নি কর্তৃপক্ষ।

২০১৮ সালে ভির্তোন ক্লাবটি কিনে নেন আবাসন ব্যবসায়ী ফ্ল্যাভিও বেক্কা। তখন অর্থসংকটে ছিল ক্লাবটি। বেক্কা এসে ক্লাবের সেই সংকট দূর করে ক্লাবকে একটি ভালো অবস্থানে নিয়ে আসেন।

কান্তের হাতে মালিকানা তুলে দেওয়া প্রসঙ্গে ক্লাব কর্তৃপক্ষ বলেন— ‘ফ্ল্যাভিও খুবই খুশি কান্তের মতো একজনের হাতে ক্লাবের চাবি তুলে দিতে পেরে। এটি কেবল কান্তের খেলোয়াড়ি গুণের জন্য নয়, ওর মানবিক গুণাবলিও চমৎকার।’

এছাড়া, কাল থেকেই শুরু হবে কান্তের সৌদিপর্ব। আল ইত্তিহাদে যোগ দেবেন কালই। আল ইত্তিহাদে কান্তে সতীর্থ হিসেবে পাবেন আরেক ফরাসি তারকা করিম বেনজেমাকে।