বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে চায় মার্টিনেজ : পলক

Looks like you've blocked notifications!
এমিলিয়ানো মার্টিনেজ ও জুনায়েদ আহমেদ পলক। ছবি : ফেসবুকে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া

গত জুনে ফিফা উইন্ডোতে বাংলাদেশে খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে ভেন্যু জটিলতায় শেষমেশ তা আর হয়ে ওঠেনি। তবে আর্জেন্টিনা দল বাংলাদেশে না এলেও এসেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন মার্টিনেজ। সুযোগ পেলে বাংলাদেশের বিপক্ষেও খেলতে চান ৩০ বছর বয়সী এই ফুটবলার।

আজ সোমবার (৩ জুলাই) সকালে  ডিজিটাল ব্যবসায়িক গোষ্ঠী নেক্সট ভেঞ্চারসের কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন মার্টিনেজ। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ছাড়াও অন্যান্যরা।

কেন এই অনুষ্ঠানে কোনো ফুটবলার উপস্থিত ছিলেন না, এই বিষয়ে গণমাধ্যমে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমন্ত্রণের বিষয়টির ব্যাপারে আমি পুরোপুরি উত্তর দেওয়ার অবস্থানে নেই।  মাশরাফী নিজেও আর্জেন্টিনার সমর্থক। এখানে আসলে জায়েদ ও গালিবের ঘনিষ্ঠজনরাই আমন্ত্রিত হয়েছে। সুনির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া ছিল না। এখানে যারা এসেছে সবাই জায়েদ ও গালিবের সম্পর্কের মাধ্যমেই। অনেকটা পারিবারিক ও তাদের পরিচিত পরিবেশে অনুষ্ঠানটি হয়েছে। যারা সুযোগ পেয়েছেন, তারাও আমন্ত্রিত ছিলেন।’

মার্টিনেজের সফরের বিষয়ে তিনি আরও জানান, মার্টিনেজের সঙ্গে আমার কথা হয়েছে। সে আমাকে জানিয়েছে আগামীতে সে আবারও লম্বা সময়ের জন্য বাংলাদেশে আসতে চায়। আর্জেন্টিনা দলকে নিয়ে আসতে চায়। বাংলাদেশের সাথে খেলতে চায়। এইরকম অসাধারণ আনন্দঘন মুহূর্ত সে আমাদের সঙ্গে শেয়ার করেছে। সে শুধু ভালো একজন ফুটবলার নয়, ভালো একজন মানুষও বটে। বাংলাদেশের মানুষকে যে তাকে বাজপাখি বলে ডাকে, এই বিষয়টি সে জানে। সেও নিজেকে বাংলাদেশের বাজপাখি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে।’