বাংলাদেশ সফরে যেসব উপহার পেলেন মার্টিনেজ

Looks like you've blocked notifications!
এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : নেক্সট ভেঞ্চারসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন। মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেড নেক্সট কোম্পানি। সেই কোম্পানির পক্ষ থেকে তাকে বেশ কিছু উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩ জুলাই) ভোরে বাংলাদেশে এসে পৌঁছান মার্টিনেজ। এরপরই ডিজিটাল ব্যবসায়িক গোষ্ঠী নেক্সট ভেঞ্চারসের কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছাড়াও অন্যান্যরা।

মার্টিনেজকে একটি বাজপাখির ভাস্কর্য দেওয়া হয়। বাজপাখির সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীকও দেওয়া হয়েছে। নদীমাতৃক দেশ হিসেবে নৌকাও দেওয়া হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্যকে। এছাড়াও বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়েছে এই বিশ্বকাপজয়ী গোলরক্ষককে। নিজের স্বাক্ষরকৃত বাংলাদেশের একটি জার্সি উপহার দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। মার্টিনেজ অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর্জেন্টিনার জার্সি উপহার দিয়েছেন।

কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস বিজয়ী এমিলিয়ানো গত বছর বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল ফ্যানবেস সম্পর্কে জানতে পেরে অভিভূত হয়েছিলেন। তিনি বলেন, ‘আমি এখানে এসে খুব খুশি এবং বাংলাদেশিদের মধ্যে ফুটবলের প্রতি আবেগের কথা জেনে আনন্দিত।’