হৃদয়ের একটি অংশ বাংলাদেশে রেখে যাচ্ছি : মার্টিনেজ
এলেন, দেখলেন, জয় করলেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে এই কথাটি অনেকটাই মিলে যায়। ১১ ঘণ্টার সংক্ষিপ্ত বাংলাদেশ সফরটা সমর্থকদের কারও জন্য অনেক প্রাপ্তির, কারও জন্য আবার হতাশার। তবে এই ১১ ঘণ্টায় মার্টিনেজের মন জয় করেছে এদেশের ফুটবলপ্রেমীরা।
আজ সোমবার (৩ জুলাই) ভোরে বাংলাদেশে এসে পৌঁছান মার্টিনেজ। এরপরই ডিজিটাল ব্যবসায়িক গোষ্ঠী নেক্সট ভেঞ্চারসের কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিকেলে ঢাকা ছাড়েন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। বিদায়বেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাংলাদেশ সফরের পাঁচটি ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেন মার্টিনেজ।
ইনস্টাগ্রামে মার্টিনেজ লেখেন ‘নেক্সট ভেঞ্চার্স ও ফান্ডেডনেক্সটের সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশে অসাধারণ একটি সফর করলাম। এখানকার মানুষ আমার হৃদয়কে বিগলিত করেছে তাদের ভালোবাসা, যত্ন ও অতুলনীয় আতিথেয়তা দিয়ে। নিকট ভবিষ্যতে এই সুন্দর দেশটিতে ফিরে আসতে গভীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকব।’
মার্টিনেজ আরও যোগ করেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ ও অগণিত আরও অনেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের নামও হয়তো আমি জানি না, কিন্তু তাদের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের সঙ্গে এখন যে বিশেষ বন্ধনে আমি যুক্ত, তা গড়ে তোলায় আপনাদের সবার অবদান আছে। পরের সফরের আগপর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলেও এখানে হৃদয়ের একটি অংশ রেখে যাচ্ছি। আমি চিরকাল বাংলাদেশ বাজপাখি হিসেবে জাদুমুগ্ধ হয়ে থাকব।’