কেইনকে পেতে বায়ার্নের নতুন প্রস্তাব

Looks like you've blocked notifications!
টটেনহামের জার্সিতে হ্যারি কেইন। ছবি : হ্যারি কেইনের ফেসবুক ভেরিফায়েড পেজ

দলবদলের বাজারে একজন ফরোয়ার্ড খুঁজছে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ। সেক্ষেত্রে তারা নজর দিয়েছে ইংলিশ ফুটবল ক্লাব টটেনহাম হটস্পারের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইনের দিকে। কেইনকে দলে পেতে শুরুতে টটেনহামকে ৫৬ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল বায়ার্ন। বায়ার্নের সেই প্রস্তাবে রাজি হয়নি স্পাররা।

নতুন করে তাকে পেতে ৭০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিতে তৈরি বায়ার্ন। ডেইলি মেইলের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে গোল ডটকম।

আজ রোববার (৯ জুলাই) গোল ডটকমের একটি প্রতিবেদন থেকে জানা যায়, কেইনের জন্য বায়ার্নের দেওয়া ৫৬ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর নতুন করে ৭০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিতে চলেছে বাভারিয়ানরা। কিন্তু, কেইনকে আরও বেশি দামে ছাড়তে চান টটেনহামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি।

জুনে শেষ হওয়া ২০২২-২৩ ফুটবল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন ৩০ বছর বয়সী কেইন। ৩৮ ম্যাচে ৩০ গোল করেন এই তারকা।

টটেনহামের ঘরের ছেলেই বলা চলে তাকে। ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত ছিলেন ক্লাবের যুবদলে। এরপর থেকে এখনও খেলছেন মূলদলে।

সমীহ জাগানিয়া দল হলেও দীর্ঘদিন ধরে শিরোপা বঞ্চিত টটেনহাম। কেইন নিজেও তাই চান শিরোপা জয়ের স্বাদ নিতে। এ জন্য বায়ার্ন হতে পারে সঠিক জায়গা।

টটেনহামের জার্সিতে ৪৩৫ ম্যাচে ২৮০ গোল করা হ্যারি কেইনের ক্লাবের সঙ্গে চুক্তি আছে আর এক বছর।