রেকর্ড গড়ে এশিয়ান অ্যাথলেটিকসের সেমিতে ইমরানুর

Looks like you've blocked notifications!
ইমরানুর রহমান। ছবি : বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ফেসবুক পেজ থেকে নেওয়া

গত ফেব্রুয়ারিতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে স্বর্ন জয়ের পর এবার থাইল্যান্ডের ট্র্যাকেও আলো ছড়াতে শুরু করেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ব্যাংককে ২৫তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে জাতীয় রেকর্ড গড়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে তিনি ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে নিজের আগের টাইমিংকে ছাড়িয়ে যান। তার আগের টাইমিং ছিল ১০.২৮ সেকেন্ড। গত বছর সেপ্টেম্বরে জাতীয় সামার মিটে তিনি দৌড়িয়েছিলেন ১০.২৮ সেকেন্ডে।

নিজেদের হিটে দ্বিতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ হয়ে সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। এই ইভেন্টে ১০.১০ সেকেন্ড টাইমিং নিয়ে হিটে প্রথম হয়েছেন জাপানের প্রতিযোগী হিরোকি ইনাগিতা।

ইমরানুর যাতে ১০০ মিটারে ভালো করতে পারেন সে জন্য বুধবার বাংলাদেশ অংশ নেয়নি ১০০ মিটার রিলেতে। ইমরানুরই চাননি ১০০ মিটার স্প্রিন্টের আগের দিন রিলেতে দৌড়াতে। ইমরানুরকে নিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। পাশাপাশি ভালো টাইমিং করে অলিম্পিকে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাওয়ার চেষ্টা করবেন তিনি।

ট্র্যাকে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানুর বলেন, ‘থাইল্যান্ডের ব্যাংককে আমি বাংলাদেশের হয়ে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লড়ব। লাল-সবুজের হয়ে আমি ভালো পারফর্ম করতে চাই। ইনশাআল্লাহ, ভালো পারফরম্যান্স যেন করতে পারি সেজন্য আপনাদের দোয়া চাই। আন্তর্জাতিক মঞ্চ কিংবা ভেন্যুতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা সব সময় সম্মানের।’

আগামীকাল শুক্রবার (১৪ জুলাই) বিকেলে সেমিফাইনালে অংশ নেবেন বাংলাদেশের দ্রুততম মানব। ফাইনালে উঠলে সন্ধ্যায়ই দৌড়াতে হবে তাকে।