শামীম-হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
১৫৫ রান টি-টোয়েন্টির হিসেবে খুব বেশি বড় লক্ষ্য মনে না হলেও, আফগানিস্তানের বিপক্ষে এই সংগ্রহই বেশ চ্যালেঞ্জিং। ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। যদিও শুরুটা ভালো হয়নি সাকিবের দলের। রান তাড়ায় নেমে শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে শামীম-হৃদয়ের ব্যাটে সেই চাপ সামলে জয়ের স্বপ্ন দেখছে সাকিবের দল।
আজ শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৫ রানের মাথায় আফগান পেসার ফজলহক ফারুকীর বলে বোল্ড আউট হন রনি। ৫ বলে ৪ রান করে সাজঘরের পথ ধরেন এই ডানহাতি ব্যাটার।
এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন আরেক ওপেনার লিটন দাস। তবে তাদের সেই প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৩০ রানের মাথায় ১২ বলে ব্যক্তিগত ১৪ রান করে ফেরেন শান্ত।
আর শান্তর বিদায়ের পর সাজঘরে ফিরতে খুব বেশি সময় নেননি লিটন। দলীয় ৩৯ রানের মাথায় হযরতউল্লাহ ওমরজাইয়ের বলে তুলে মারতে গিয়ে রশিদ খানের হাতে ধরা পড়েন লিটন। ১৯ বলে ১৮ রান আসে তার ব্যাট থেকে। এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে চাপ সামালের চেষ্টা করেন সাকিব। তবে দলীয় ৬৪ রানে তার বিদায়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ। ১৭ বলে ১৯ রান করে আউট হন সাকিব। এরপরই শামীমকে নিয়ে জুটি গড়েন হৃদয়। এই দুইজনের দারুণ জুটিতে একশ পেরিয়ে ছুটছে বাংলাদেশ।
এর আগে নবী-ওমরজাইদের ব্যাটে ভর করে ৭ উইকেটে স্কোরবোর্ডে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারী আফগানিস্তান। ইতিহাস গড়ে টেস্ট সিরিজ জিতলেও, ওয়ানডে সিরিজে এসেই খেই হারিয়েছে লাল-সবুজের দল। এখন দেখার বিষয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে পারে নাকি সাকিবের দল।