হৃদয়ের যে বার্তা সাহস জুগিয়েছিল শামিমকে
দলীয় ৬৪ রানে সাকিবের বিদায়ে অনেকেই বাংলাদেশের পরাজয় দেখে ফেলেছিল। তবে কে জানত, তখনও শামিম-হৃদয়ের ঝলক বাকি। এই দুই তরুণ ব্যাটার মিলে চাপে থাকা বাংলাদেশকে শুধু স্বস্তি দেননি। উপহার দিয়েছেন শ্বাসরুদ্ধকর এক জয়। সাকিবের বিদায়ের পর দীর্ঘদিনের সতীর্থ শামিমকে কী বার্তা দিয়েছিলেন হৃদয়?
আজ শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৪ রানের মধ্যে সাকিব-লিটনদের মতো ব্যাটারদের হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। হারের শঙ্কাও দিচ্ছিল উঁকি। সেই শঙ্কা উড়িয়ে ৭১ রানের অনবদ্য জুটি গড়ে জয়ের ভিত তৈরি করেন শামিম-হৃদয়। এমন জুটি গড়ার আগে শামিমকে কী বার্তা দিয়েছিলেন হৃদয়? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন সেই কথাই।
হৃদয় বলেন, ‘আমি মনে করি শুধু শামিম-শরিফুল নয়, আজকের ম্যাচে আমরা সবাই অবদান রেখেছি। আপনি যদি দেখেন বোলিংয়ে সবাই খুবই ভালো করেছে। আমরা সবসময় দলের জন্যই খেলার চেষ্টা করি। মাথায় একটাই টার্গেট থাকে, দেশের জন্য খেলব এবং জিতব ‘
শামীম প্রসঙ্গে হৃদয় বলেন,‘ আমি শামিমকে একটা কথাই বলেছিলাম, আমি-তুই দুইজনই ব্যাটসম্যান। আমরা এইরকম ম্যাচ অনেক জিতিয়েছি। আমরা যদি ১-২টা ওভারে মোমেন্টাম নিতে পারি, তাহলেই খেলাটা ঘুরে যাবে। আল্লাহর রহমতে আমরা সেটা প্রয়োগ করতে পেরেছি। এবং দুইটা ওভারে ম্যাচের গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছিল।’