বিশ্বকাপে মাহমুদউল্লাহকে দলে চেয়ে ভক্তদের মানববন্ধন

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি অনলাইন

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ রোববার (১৬ জুলাই) মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে সিরিজে জয়ের দুয়ারে বাংলাদেশ। আজ জিতলেই ঘরের মাঠে  প্রথমবার ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে হ্যাটট্রিক সিরিজ জিতবে সাকিব আল হাসান।

দলকে সমর্থন দিতে স্টেডিয়ামের বাইরে তাই দর্শকদের প্রচুর আনাগোনা। সেখানেই দেখা মিলল একদল দর্শকের যারা মাহমুদউল্লাহর নামে স্লোগান তুলছেন। 'রিয়াদ ভাই, রিয়াদ ভাই, বিশ্বকাপে দেখতে চাই'- স্লোগানে মুখর করে তোলে। ব্যানার হাতে দেখা মিলল মাহমুদউল্লাহর এমনই ভক্তদের।

মাহমুদউল্লাহকে তারা এশিয়া কাপ ও বিশ্বকাপে দেখতে চান। সাত নম্বর পজিশনে মাহমুদউল্লাহর কোনো বিকল্প নেই জানিয়ে এনটিভি অনলাইনকে তারা বলেন, 'আমাদের মনে হচ্ছে ওয়ানডে বিশ্বকাপে সাত নম্বরে মাহমুদউল্লাহকে প্রয়োজন। তার জায়গায় অনেককে খেলানো হচ্ছে। মোসাদ্দেক, শামীম, আফিফ- কেউই ভালো পারফরম্যান্স উপহার দিতে পারেনি। তাই, আমরা চাই মাহমুদউল্লাহ আবার দলে ফিরুক।'

শুধু মাহমুদউল্লাহকে বার্তা দিতেই ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে আসা কিনা জানতে চাইলে তারা বলেন, 'ক্রিকেটকে আমরা ধ্যানজ্ঞান দিয়ে ভালোবাসি। বাংলাদেশ দলকে সাপোর্ট দিতে আসলেও আমাদের মূল কারণ মাহমুদউল্লাহ ভাই। আমরা চাই আমাদের অনুরোধ মাহমুদউল্লাহ ভাইয়ের কানে পৌঁছে যাক। সাংবাদিকদের মাধ্যমে তিনি যেন আমাদের ভালোবাসার কথা জানতে পারেন।’

আরেক ভক্ত বলেছেন, ‘আমাদের অনুরোধ যেন বিসিবি বিবেচনা করে দেখে। নির্বাচকদের মাহমুদউল্লাহকে নেওয়ার জন্য অনুরোধ করব। মাহমুদউল্লাহ ভাই ছাড়া সাত নম্বর পজিশন কাউকে দিয়ে চলে না। বিশ্বকাপে ভালো কিছু করতে বাংলাদেশের উনাকে লাগবেই। উনার হাত ধরে আগেও বাংলাদেশ অনেক সাফল্য পেয়েছে। তাই বিশ্বকাপ ও এশিয়া কাপে আমরা তাঁকে দেখতে চাই।’