অলিম্পিক অ্যাসোসিয়েশনের এজিএম ১৯ আগস্ট

Looks like you've blocked notifications!
ছবি : আইএসপিআর

দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) এর কার্যনির্বাহী কমিটিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান ও বিওএর সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সভায় বিওএর মহাসচিবসহ  ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

সভায় ১৫ আগস্ট ১৯৭৫ এর কালরাত্রিতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদদের সশ্রদ্ধচিত্তে স্মরণ এবং মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও উপস্থিত সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।

সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহ

১. গত ১ জুন ২০২৩ হতে ১৭ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত যে সকল বরেণ্য ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং বর্ষীয়ান ব্যক্তিবর্গ ইন্তেকাল করেছেন তাদের স্মরণে  ১ মিনিট নীরবতা পালন ও শোক প্রস্তাব গৃহীত হয়।

২. আগামী ২৩ সেপ্টেম্বর হতে ৮ অক্টোবর পর্যন্ত চীনের হ্যাংজু শহরে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে চারটি দলগত খেলা ফুটবল (পুরুষ-মহিলা), ক্রিকেট (পুরুষ-মহিলা), কাবাডি (পুরুষ-মহিলা), হকি (পুরুষ) এবং ১৩টি ব্যক্তিগত খেলাসহ (আরচ্যারী, অ্যাথলেটিকস, বক্সিং, ফেন্সিং, জিমন্যাস্টিকস, গলফ, কারাতে, সুইমিং, শ্যুটিং, দাবা, ভারত্তোলন, ব্রিজ ও তায়কোয়ানডো) মোট ১৭টি খেলায় বাংলাদেশ থেকে দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

৩. আগামী ১৯ আগস্ট বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের চতুর্থ সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয় হয়।

৪. ২০২২-২০২৩ অর্থবছরের বিওএর হিসাব নিরীক্ষা প্রতিবেদনটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।