জিমের ছাদ ধসে চীনে ১১ নারী ভলিবল খেলোয়াড় নিহত

Looks like you've blocked notifications!
ছবি : এএফপি

চীনের উত্তর-পূর্ব প্রদেশের কিকিহার শহরের একটি স্কুলের জিমের ছাদ ধসে পড়েছে। এতে নিহত হয়েছে ১১ নারী ভলিবল খেলোয়াড়। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও আটজন। হতাহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে স্থানীয়রা। জিমনেসিয়ামটি একটি স্কুলের নারী ভলিবল দলের অনুশীলনে ব্যবহার করা হচ্ছিল। খবর বিবিসির।

আজ সোমবার (২৪ জুলাই) চীনের স্থানীয় সময় দুপুর ৩টার এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে চলছে উদ্ধার অভিযান। খবর পেয়ে ছুটে আসেন ভলিবল দলের কোচ। ধসে পড়া ছাদের বাইরে থেকে মেয়েদের নাম ধরে ডাকছিলেন কোচ, যদিও মেলেনি সাড়া।

নিহত খেলোয়াড়দের পরিবারের দাবি, উদ্ধাররকর্মীরা ঠিকমতো নিজেদের কাজ করছে না। এমনকি তাদের সন্তানের মরদেহের কাছেও যেতে দিচ্ছে না। নিরাপত্তা বিষয়ে সব কিছু নিশ্চিত না হয়ে শিক্ষার্থীদের সেখানে পাঠানো নিয়ে স্কুল কর্তৃপক্ষের প্রতিও নিজেদের ক্ষোভপ্রকাশ করছেন অভিভাবকরা।

ভবনটির ছাদে অবৈধভাবে পার্লাইট রাখা হয়েছিল পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পার্লাইট মূলত একটি পদার্থ যা, বেশি পরিমাণে পানি শুষে নেওয়ার কাজ করে। পাশের নির্মাণাধীন ভবনের কাজের জন্যই জিমনেসিয়ামের ছাদে অধিক পরিমাণে রাখা হয়েছিল পদার্থটি। ওই নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধানকে আটক করেছে পুলিশ।

চীনের ভবন ধসের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগামাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে ক্ষোভ প্রকাশ করছে চীনের মানুষেরা। একজন লেখেন, ‘এ দেশে আইন ভাঙার শাস্তি খুবই কম। আইনের প্রতি মানুষের কোনো শ্রদ্ধাবোধ নেই। ফলে, এসব দুর্ঘটনা ঘটছে।’