না ফেরার দেশে বর্ষীয়ান ক্রীড়া সংগঠক টিপু

Looks like you've blocked notifications!
রফিকুল ইসলাম টিপু

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম টিপু। আজ মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল ৩টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর।

গতকাল সোমবার (২৪ জুলাই) হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন টিপু। তাৎক্ষনিক পরিবারের সদস্যরা তাকে আজগর আলী হাসপাতালে নিয়ে যান। সেখানে সিটিস্ক্যান করার পর দেখা যায়, এই ক্রীড়া সংগঠকের মস্তিষ্কে রক্ত জমাট বেধেছে। পরে, অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউর লাইফ সাপোর্টে রাখা হয়। আর আজ দুপুরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সত্তরের দশক থেকেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নানা সময়ে বিভিন্ন ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলেন টিপু। আপাদমস্তক ক্রীড়া সংগঠক টিপু আর্চারি ছাড়াও ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক। এ ছাড়া, গত চার দশক ধরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টগুলোতে বাংলাদেশ দলের কার্যকরী সদস্য হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করেছেন তিনি। দেশে হওয়া গেমসগুলোর কমিটিতেও পালন করতেন সক্রিয় দায়িত্ব।