সিদ্ধান্তে অনড় এমবাপ্পে, ফিরিয়ে দিলেন আল হিলালের প্রতিনিধি দলকে

Looks like you've blocked notifications!
কিলিয়ান এমবাপ্পে। ছবি : এএফপি

সৌদি ক্লাব আল হিলাল থেকে ফুটবল ইতিহাসের সবচেয়ে লোভনীয় প্রস্তাব পেয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এক বিলিয়ন ইউরোর সেই অবিশ্বাস্য প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। এমনকি, দেখা করেননি আল হিলাল প্রতিনিধি দলের সঙ্গেও।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে গিয়ে এমবাপ্পের সঙ্গে কথা বলতে আল হিলাল কর্তৃপক্ষ অপেক্ষা করছিলেন। কিন্তু পিএসজি তারকা তাদের সঙ্গে দেখা করতে রাজি হননি। রীতিমত তাদের প্রত্যাখ্যান করেছেন।

এমবাপ্পের সঙ্গে চুক্তির আর এক বছর বাকি পিএসজির। সেই চুক্তি বাড়াতে নারাজ এমবাপ্পে। মূলত এরপর থেকেই যত ঝামেলা হচ্ছে দুই পক্ষের মাঝে। এমবাপ্পেকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে চায় না পিএসজি। কারণ, তাতে আর্থিকভাবে লাভ হবে না ক্লাবটি। আর এই কারণেই এমবাপ্পেকে এখনই বিক্রি করতে চায় পিএসজি।

তবে নাছোড়বান্দা এমবাপ্পে কোনো মতেই চুক্তি শেষ হওয়ার আগে ক্লাব ছাড়তে নারাজ । কারণ চুক্তি শেষেই রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। এরইমধ্যে নাকি সবকিছু পাকাপাকিও করে রেখেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

এদিকে আল হিলাল থেকে লোভনীয় প্রস্তাবের পরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এমবাপ্পের পোস্ট। টুইটারে গ্রিক বাস্টেকটবল তারকা জিয়ান্নিস আন্তেতোকুন্মপো নিজের ছবি দিয়ে মজা করে লিখেছিলেন, ‘আল হিলাল, আমাকে নিতে পারো। আমি দেখতে এমবাপ্পের মতো।’ আন্তেতোকুন্মপোর পোস্টটিতে আবার হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান এমবাপ্পে। তখনই বোঝা গেছে, সৌদি ক্লাবের বিশ্বরেকর্ড অফারটি কীভাবে নিচ্ছেন ফরাসি ফরোয়ার্ড।