জানা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিনক্ষণ

Looks like you've blocked notifications!
টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : আইসিসির ওয়েবসাইট

যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আগামী বছর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চূড়ান্তভাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিশ্বকাপ সূচি না জানালেও দিনক্ষণ প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। তারা জানিয়েছে, আগামী বছর ৪ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টির মহাযজ্ঞ। যা শেষ হবে ৩০ জুন ফাইনালের মধ্য দিয়ে। 

যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মোট ১০টি মাঠে ২০ দলকে নিয়ে আয়োজিত হবে আগামীবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সংবাদমাধ্যমটির জানিয়েছে, বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন করতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন আইসিসির প্রতিনিধি দল। বিশ্বকাপের মতো প্রতিযোগিতা আয়োজন করতে হলে অবশ্যই ভেন্যু আন্তর্জাতিক মানের হতে হবে। যুক্তরাষ্ট্রের অনেক ভেন্যুরই আন্তর্জাতিক তকমা নেই। তাই আইসিসির পক্ষ থেকে ভেন্যু পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হবে। এরপর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) ও ইউএসএ ক্রিকেটকে (ইউএসএসি) সঙ্গে নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। 

প্রথম বার সেখানে আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা হতে চলেছে। তার আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আন্তর্জাতিক ম্যাচ এরই মধ্যে হয়েছে। চলতি ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত সিরিজের দুটি ম্যাচ সেখানে হবে। এ ছাড়াও মরিসভিলে, ডালাস এবং নিউইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।