স্ট্যাটাস ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করবে বিসিবি
জাতীয় দলের ক্রিকেটারদের বিদায় কিংবা কোনো আলোচিত ঘটনায় সোশ্যাল মিডিয়ায় স্ত্রীদের স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশের বিষয়টি নতুন নয়। এর আগেও সাকিব আল হাসান, লিটন দাস, মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটাদের স্ত্রী-রা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছিলেন। যে তালিকায় সবশেষ সংযোজন মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
গত শনিবার (১২ আগস্ট) এশিয়া কাপের দল ঘোষণা করা হয়। আলোচনায় থাকার পরও যে দলে সুযোগ পাননি রিয়াদ। ভক্ত-সমর্থকদের মতো, বিষয়টি মেনে নিতে পারেননি স্ত্রী মিষ্টি। নিজের ফেসবুক পেজে রিয়াদের সঙ্গে বিসিবি অবিচার করেছে জানিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
বার বার ক্রিকেটারদের স্ত্রীদের এমন প্রকাশ্যে ক্ষোভ জানানোয় বিব্রত বিসিবিও। এবার এই বিষয়ে লাগাম টানতে যাচ্ছে বোর্ড। সতর্ক করা হবে ক্রিকেটারদের। বিসিবির একটি সূত্র জানিয়েছে, এমন স্ট্যাটাস বিসিবি ও টিম ম্যানেজমেন্টের বিপক্ষে গেছে।
চুক্তি অনুযায়ী কোনো ক্রিকেটার বা তাদের পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম বা প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করতে পারেন না। এই শর্ত মেনে জাতীয় দলের ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেন বলে বিসিবির। মূলত, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সতর্ক করার পক্ষে বিসিবি।