ক্রিকেটেও চালু হচ্ছে লাল কার্ড

Looks like you've blocked notifications!
ছবি : সিপিএল টি-টোয়েন্টির অফিসিয়াল ফেসবুক পেজ ও এএফপি থেকে নেওয়া

ফুটবল ও হকিতে লাল কার্ডের গুরুত্ব বিশাল। খেলোয়াড় থেকে কোচিং স্টাফের সবাই লাল কার্ড এড়িয়ে চলতে চায়। মাঠের শৃঙ্খলা বজায় রাখতে এটিকে রেফারির জন্য ট্রাম্প কার্ড বলা চলে। এবার ক্রিকেটেও লাল কার্ড চালু হতে যাচ্ছে। ক্রিকেট মাঠে এই পদ্ধতিটি চালু করছে ক্যারিবিয়ান প্রিমিয়ার (সিপিএল) কর্তৃপক্ষ। এমনটিই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

রোববার (১৩ আগস্ট) ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদন থেকে জানা যায়, আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পুরুষ ও মহিলা দুই বিভাগেই লাল কার্ড ব্যবস্থা চালু করতে যাচ্ছে সিপিএল। মূলত, স্লো ওভার রেটের হার কমানোর জন্যই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিপিএল পরিচালনা বিভাগের প্রধান মাইকেল হল বলেন, ‘স্লো ওভারের কারণে টি-টোয়েন্টি ম্যাচের দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। সিপিএলে প্রতি বছরই এমনটা হচ্ছে। যারা এর (সিপিএলের) সঙ্গে সম্পৃক্ত আছে, তাদের উচিত এ দিকে নজর রাখা। আশা করি, মাঠে লাল কার্ডের প্রয়োজন হবে না। তবে, মাঠে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার জন্য আম্পায়ারদের এটি প্রয়োজন। 

শুধু স্লো ওভারের জন্য নয়, খেলোয়াড়দের অশোভন আচরণেও লাল কার্ড দেখাতে পারবেন মাঠে থাকা আম্পায়াররা।

আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে এবারের সিপিএল। ছয় দলের টুর্নামেন্টটি চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।