অবসর ভেঙে ফিরলেন স্টোকস, ইংলিশদের দল ঘোষণা

Looks like you've blocked notifications!
সতীর্থদের সঙ্গে বেন স্টোকস। ছবি : স্টোকসের অফিসিয়াল ফেসবুক পেজ

গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরে। বেন স্টোকসকে দলে ফেরাতে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক জস বাটলারের মাধ্যমে যোগাযোগ করছিলেন সাদা বলের কোচ ম্যাথু মট। সত্যি হলো গুঞ্জন। অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন বেন স্টোকস।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস গত বছর জুলাইতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। এরপর রঙিন পোশাক থেকে অবসর নেন তিনি। ২০১৯ সালে থ্রি লায়ন্সদের ওয়ানডে বিশ্বকাপ জয়ে অন্যতম ভূমিকা রেখেছিলেন স্টোকস, হয়েছিলেন ফাইনালের ম্যাচসেরা।

আরেকটি ওয়ানডে বিশ্বকাপ যখন দোরগোড়ায়, দলের অন্যতম অভিজ্ঞ তারকাকে প্রয়োজন মনে করেছে ইংল্যান্ড। তাই, ফিরিয়ে এনেছে তাকে। বিশ্বকাপকে সামনে রেখে স্টোকস নিজেও আর ফেলতে পারেননি অনুরোধ। ৩২ বছর বয়সী এ তারকা সায় দিয়েছেন ফেরার ব্যাপারে।

বিশ্বকাপের আগে তাকে নিয়েই আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আজ বুধবার (১৬ আগস্ট) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে কিউইদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দুটি দল ঘোষণা করে ইসিবি।

স্টোকসের ফেরা প্রসঙ্গে ইসিবির নির্বাচক লুক রাইট বলেন, ‘স্টোকস বড় ম্যাচের খেলোয়াড়। সে চ্যালেঞ্জিং মুহূর্তগুলো উপভোগ করে। তার ফিরে আসাটা ছেলেদের জন্য অনুপ্রেরণা দেবে।’

ইংল্যান্ড সফরে চারটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ৮ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে চার ম্যাচের ওয়ানডে সিরিজ।

ইংল্যান্ডের ওয়ানডে দল : জস বাটলার (অধিনায়ক), বেন স্টোকস, মঈন আলি, জনি বেয়ারস্টো, গাস অ্যাটকিনসন, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, রিচি টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল : জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম কারান, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, বেন ডাকেট, জস টাং, জন টার্নার, লুক উড।