নারী ফুটবলারদের বেতন বাড়াল বাফুফে

Looks like you've blocked notifications!
বাংলাদেশ নারী দলের সঙ্গে বাফুফে সভাপতি। ছবি : বাফুফে

বাংলাদেশের নারী ফুটবলে সময়টা ভালো যাচ্ছিল না দীর্ঘদিন ধরেই। হঠাৎ করে কোচ-খেলোয়াড়দের বিদায়ে যেন অন্ধকার নেমে আসে নারী ফুটবলে। খেলার বাইরে ছিল প্রায় ১০ মাস। সমস্যার সমাধানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে বেতন বাড়ানোসহ বেশ কিছু দাবি রেখেছিল সাবিনা-মারিয়ারা। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আশ্বাস দিয়েছিলেন মেয়েদের দাবি-দাওয়া পূরণের।

আজ বুধবার (১৬ আগস্ট) বাফুফে ভবনে নারী ফুটবলারদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। বাড়ানো হয় তাদের বেতন। চার ক্যাটাগরিতে মোট ৩১ জন ফুটবলারকে বাফুফের চুক্তির আওতায় আনা হয়েছে। এদের মধ্যে ১৫ জনের মাসিক বেতন ধরা হয়েছে ৫০ হাজার টাকা করে। ১০ জন পাবেন মাসিক ৩০ হাজার টাকা করে। বাকী ছয় জনের বিষয়ে বিস্তারিত জানায়নি বাফুফে।

সভা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। মেয়েরা যেটা দাবি করেছিল, আসলে ঠিক দাবি না, আবদার বলব। স্যার (কাজী সালাউদ্দিন) সেটি পূরণ করেছেন। আমরা খুশি।’

আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে মেয়েদের নতুন অঙ্কের বেতন। নারী ফুটবলারদের সুবিধা বৃদ্ধির প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘সাবিনাদের অভিনন্দন। আমি মনে করি তোমরা সবাই খুশি। চুক্তিটা খুবই সাধারণ। ওরা আমার কাছে যা চেয়েছে, সবই দিয়েছি। এটি নবায়নযোগ্য চুক্তি। পারফরম্যান্স ভালো হলে সামনে সুযোগ-সুবিধা বাড়বে। একইসঙ্গে ওদের দায়বদ্ধতাও বেড়েছে। কারণ, এখন ওরা চুক্তির মধ্যে আছে।’