গাঁজাকাণ্ডে নিষিদ্ধ রিচার্ডসনই এখন বিশ্বের দ্রুততম মানবী

Looks like you've blocked notifications!
শাকারি রিচার্ডসন। ছবি : এএফপি

২০২১ সালে টোকিও অলিম্পিকে আগে আকস্মিকভাবে নিষিদ্ধ হন আমেরিকান স্প্রিন্টার শাকারি রিচার্ডসন। ডোপ টেস্টে শরীরে গাঁজার নমুনা মেলায় নিষিদ্ধ হওয়ার কারণে আর টোকিওতে যাওয়া হয়নি তার। তবে হাল না ছেড়ে নিজেকে তৈরি করেন বড় মঞ্চের জন্য। যার ফল পেলেন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে।

বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ফিরেই ঝলক দেখালেন এই তরুণী। জিতে নিয়েছেন দ্রুততম মানবীর খেতাব। গাঁজা কাণ্ডে নিষিদ্ধ হওয়া সেই মেয়েটিই সময় নিয়েছেন মাত্র ১০.৬৫ সেকেন্ড। রিচার্ডসনের এই টাইমিং বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ইতিহাসে মেয়েদের ১০০ মিটারে নতুন রেকর্ড।

দৌড় শেষে নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে ভুল করলেন না ২৩ বছর বয়সী এই তরুণী। সারা বিশ্বকে জানিয়ে দিলেন, ‘এখানে আমিই চ্যাম্পিয়ন। আমি নিজেকে বলেছি কখনো হাল ছাড়ব না। আপনাদেরও তো আগেই বলেছিলাম। এটা প্রত্যাবর্তন নয়, আগের চেয়েও সেরা হয়ে ফেরা।’

মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ার পর ভুল স্বীকার করে নিয়ে রিচার্ডসন জানিয়েছিলেন মায়ের মৃত্যুর পর বাজে বন্ধুদের জড়িয়েই সর্বনাশ করেছেন নিজের। গাঁজা যেহেতু পারফরম্যান্স বর্ধক মাদক নয়, তাই সে সময়ে রিচার্ডসনের পক্ষে বিপক্ষে আলোচনা কম হয়নি।