জন্মদিনে পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার শান্ত
মাঠের ক্রিকেটে সময়টা দারুণ কাটছে বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্তর। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দুটি আসর। প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন এই বাঁহাতি ব্যাটার। এরই মাঝে সুখবর পেলেন ২৫ বছর বয়সী শান্ত। প্রথমবারের মতো বাবা হলেন তিনি। আজ শুক্রবার (২৫ আগস্ট) পুত্র সন্তানের বাবা হলেন শান্ত। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে শান্ত নিশ্চিত করেছেন বিষয়টি।
বাবা হওয়ার বিষয়টি ফেসবুকে তুলে ধরে শান্ত লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ তা’আলার অশেষ রহমতে সকাল ১০টা ১৪মিনিটে পুত্র সন্তানের বাবা হয়েছি। মা-শিশু দুজনই ভালো আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি।’
গত ১৭ আগস্ট নিজের ফেসবুক পেজে সন্তানসম্ভবা স্ত্রী সাবরিন সুলতানা রত্নার সঙ্গে দুটো ছবি পোস্ট করেন শান্ত। এর আগে ইনস্টাগ্রামে শান্তর স্ত্রীর বেবি বাম্পের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়।
মজার ব্যাপার হচ্ছে, ২৫ আগস্ট শান্তর নিজেরও জন্মদিন। একই দিনে পৃথিবীতে এলো তার সন্তানও।