পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

Looks like you've blocked notifications!
রোহিত শর্মা ও বাবর আজম। ছবি : এএফপি

ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটে ঐতিহাসিক দ্বৈরথ।  ঐতিহ্য, অহং আর আগ্রাসনের মিশেলে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় লড়াইও বলা চলে। এশিয়া কাপে সেই লড়াই আজ গড়িয়েছে বাইশ গজে।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে ভারত।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই আজ শুরু হয়েছ ভারতের এশিয়া কাপ মিশন। অন্যদিকে, আসরের প্রথম ম্যাচে গত ৩০ আগস্ট নেপালের বিপক্ষে ২৩৮ রানের বিশাল জয়ে শুভসূচনা করে পাকিস্তান। পুরো দলই আছে দারুণ ছন্দে। নেপাল ম্যাচে জয়কে ভারত মহারণের আগে ভালো প্রস্তুতি হিসেবে দেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এবার মাঠে তার প্রতিফলন কতটা দেখাতে পারেন সেটাই দেখার।

দীর্ঘ সময় পর ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুদল। সর্বশেষ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে পরস্পর দেখা হয়েছিল তাদের। সেই ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ৮৯ রানে হেরেছিল পাকিস্তান। তবে, টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া গত এশিয়া কাপে ভারতকে হারিয়ে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল পাকিস্তান। যদিও, দুদলের লড়াইয়ে সমীকরণ কেবলই সংখ্যা মাত্র। মাঠের পারফরম্যান্সে নির্দিষ্ট দিনে যে এগিয়ে থাকবে সেই করবে বাজিমাত।

খারাপ খবর হলো, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচের ভেন্যুতে, এমনটিই জানিয়েছে ক্যান্ডির আবহাওয়া অধিদপ্তর। হতে পারে ভারী বৃষ্টিপাত। তবে, বৃষ্টির বাধা ঠেলে জয়ী হয় কোন দল সেটাই দেখার অপেক্ষা।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রাবীন্দ্রর জাজেদা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুহরাহ। 

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।