বিশ্বকাপে আম্পায়ারিংয়ে বাংলাদেশের শরফুদ্দৌলা
দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর। বিশ্বকাপকে সামনে রেখে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) আম্পায়ার ও ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সেখানে আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীত সৈকতের নাম।
মোট ১৬ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। সেখানে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীত সৈকত। এর আগে চলতি বছর অনুষ্ঠিত নারী বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন শরফুদ্দৌলা।
আইসিসির ঘোষিত ১৬ জন আম্পায়ারের মধ্যে ১২ জন আছেন এলিট প্যানেলে। শরফুদ্দৌলাসহ চারজন আইসিসির ইমার্জিং প্যানেলের আম্পায়ার। বিশ্বকাপের প্রথম ম্যাচে ৫ অক্টোবর মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা।
৪৬ বছর বয়সী শরফুদ্দৌলা এর আগে ৮৫টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্বরত ছিলেন। যার মধ্যে ৫২ ম্যাচে পালন করেছেন অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব, বাকি ৩৩ ম্যাচে ছিলেন টিভি আম্পায়ারের ভূমিকায়।