ভারতের বিপক্ষে থাকছেন না মুশফিক

Looks like you've blocked notifications!
মুশফিকুর রহিম। ছবি : পিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগেই জানা গিয়েছিল, মুশফিকুর রহিম ছুটি চেয়েছেন বোর্ডের কাছে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ১২ সেপ্টেম্বর দেশে থাকতে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি চেয়েছিলেন এই তারকা। বোর্ড তখন জানিয়েছিল, শ্রীলঙ্কা ম্যাচের পর সিদ্ধান্ত জানাবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে অনুমতি পেয়ে দেশে ফেরেন মুশফিক।

দেশে ফিরলেও ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নামার কথা ছিল মুশফিকের। কিন্তু, আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবেন না তিনি। আজ এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে তার স্ত্রী সুস্থতার দিকে আছে। এ মুহূর্তে স্ত্রীর ও সন্তানদের পাশে থাকা প্রয়োজন তার। আমরা তার পরিস্থিতি বুঝতে পারছি। তাই, তাকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ভারতের বিপক্ষে না খেলার অনুমতি দিয়েছি।’

গত ১১ আগস্ট কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ দলের অন্যতম ভরসা মুশফিকুর রহিম। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে মুশফিক নিজেই জানান সে কথা। তার ছেলের হাতে একটি একটি প্ল্যাকার্ডে লেখা, ইট’স অ্যা বেবি গার্ল। সেই ছবির ক্যাপশনে মুশফিক লেখেন, ‘আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ আমাদের একটি কন্যাসন্তান দিয়েছেন। মা ও শিশু দুজনই নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমাদের জন্য দোয়া করবেন।’