১০ মাস পর ফিরেও ব্যর্থ বিজয়

Looks like you've blocked notifications!
এনামুল হক বিজয়। ছবি : এএফপি

এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ কোনো পরিকল্পনার অংশ ছিলেন না এনামুল হক বিজয়। নিয়মিত ওপেনার লিটন দাসের বদলী হিসেবে হুট করেই এশিয়া কাপের দলে মেলে সুযোগ। তবে ফের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ এই ডানহাতি ব্যাটার। প্রায় ১০ মাস পর ওয়ানডে দলে ফিরলেও আস্থার প্রতিদান দিতে পারেননি বিজয়। ব্যাট হাতে ৪ রানের বেশি করতে পারেননি তিনি।

২০২২ সালে ১০ ডিসেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন বিজয়। তবে সেই ম্যাচেও নামের প্রতি সুবিচার করতে পারেননি বিজয়। ৭ বলে ৮ রানের বেশি করতে পারেননি তিনি। ফের সেই ভারতের বিপক্ষেই হাসেনি বিজয়ের ব্যাট। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টের আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও তা পূরণে ব্যর্থ এই ডানহাতি ব্যাটার।

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ৩০ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার। আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে ৮৩৪ রান করেন, গড় ৫৯ দশমিক ৫৭, স্ট্রাইক রেট ৯৭ দশমিক ৩১। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি এসেছে বিজয়ের ব্যাট থেকে। মূলত, সেই বিবেচনা থেকেই তাকে দলে নেন নির্বাচকরা।