বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ইংল্যান্ডের
ঠিক এক মাস আগে বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। সেই দলটিই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে ওয়ানডে সিরিজ। আর এবার বিশ্বকাপ শুরুর মাত্র ১৮ দিন আগে বদল এনে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আজ রোববার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতির মাধ্যমে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে ইসিবি। ইংলিশদের জন্য সুখবর বিশ্বকাপ দলে আছেন অলরাউন্ডার বেন স্টোকস। যিনি নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন দারুণ ফর্মে।
ইংল্যান্ডের জন্য বড় দুশ্চিন্তার কারণ তারকা পেসার জফরা আর্চারের না থাকা। চোটের কারণে তাকে বিশ্বকাপ দলে বিবেচেনা করেনি নির্বাচকরা। চোট থেকে যদি সেরে উঠতে পারেন আর্চার, তাহলে বিশ্বকাপে চলাকালে তাকে দলে অন্তর্ভুক্ত করার ভাবনা আছে ইসিবির। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন হ্যারি ব্রুক। চোটের কারণে জেসন রয় ছিটকে যাওয়ায় তিনি সুযোগ পেয়েছেন। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন গাস অ্যাটকিনসন।
বিশ্বকাপে কেউ চোটে পড়লে শেষের দিকে আর্চার দলে আসতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক লুক রাইট। আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু করবে জস বাটলারের দল।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিচ টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।