বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য ক্ষমা চাইলেন তানজিম সাকিব
দেশের ক্রিকেটে গত কদিন ধরে আলোচনায় একটি নাম—তানজিম হাসান সাকিব। এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেকেই দুর্দান্ত বোলিংয়ের জন্য নয়, সাকিবকে নিয়ে আলোচনার কারণ তার দেওয়া একাধিক ফেসবুক পোস্ট। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার ধর্মীয় উসকানিমূলক ও নারীবিদ্বেষী পোস্টগুলো নিয়ে বইছিল সমালোচনার ঝড় ।
অবশেষে, নিজের করা পোস্টগুলোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ক্ষমা চাইলেন তিনি। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে নিশ্চিত করেন বিষয়টি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল ইউনুস বলেন— ‘আমরা ক্রিকেট অপারেশন্সের পক্ষ থেকে তানজিম সাকিবের সঙ্গে যোগাযোগ করেছি। ফেসবুকে দেওয়া তার পোস্টগুলো নিয়ে আলোচনা হয়েছে। যেসব পোস্ট তার ফেসবুকে এসেছে সেসব বিষয়ে তার বক্তব্য হচ্ছে, কাউকে আঘাত করার জন্য সে এসব পোস্ট দেয়নি। যা দিয়েছে নিজে থেকে দিয়েছে। এতে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, এর জন্য সে দুঃখ প্রকাশ করেছে।’
তানজিম সাকিবের পোস্টে নারীবিদ্বেষী মনোভাব দেখা গিয়েছে বলে মনে করেছেন অনেকে। যা নিয়ে হয়েছে বেশ বিতর্ক। এ প্রসঙ্গে জালাল ইউনুস জানান—‘সাকিব এ বিষয়ে আমাদের যা বলেছে তা হলো, তার মা-ও একজন নারী। সে কখনোই নারীবিদ্বেষী নয়।’
জালাল ইউনুস আরও বলেন, ‘বিসিবি থেকে তাকে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে সামনে এ ধরনের পোস্ট না দেয়। তাকে মনিটরিংয়ে রাখা হয়েছে। তার পরিবারও এটা নিয়ে শঙ্কিত। তারাও দুঃখ প্রকাশ করেছে এতে। যেহেতু সে ক্ষমা চেয়েছে, তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ, সে তরুণ একটা ছেলে। সামনে বিশ্বকাপ আছে। সবমিলিয়ে আমরা তাকে সতর্ক করে দিয়েছি। সামনে এমন কিছু হলে তখন ব্যবস্থা নেওয়া হবে।’