হাসানের মানকাড ছাপিয়ে শোধিকে ফিরিয়ে লিটনের উদারতা

Looks like you've blocked notifications!
হাসান ও শোধির আলিঙ্গন। ছবি : বিসিবি

মানকাডিং—এই শব্দটির সাথে ক্রিকেটপ্রেমীরা কম-বেশি সবাই পরিচিত। এর আগে নানা সময়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল মানকাডিং। এবার এমন ঘটনার দেখা মিলল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে। কিউই স্পিনার ইশ শোধিকে মানকাডিং করে বসেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।

আলোচিত এই ঘটনাটি ম্যাচের ৪৬তম ওভারে ঘটে। নিউজিল্যান্ডের ব্যাটার ইশ শোধিকে মানকাডিংয়ের ফাঁদে ফেললেন হাসান মাহমুদ। আউট হয়ে সাজঘরের দিকেই ফিরছিলেন শোধি। কিন্তু অধিনায়ক লিটন ফিরতে দিলেন না। এমন সময়ে আম্পায়ারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত বদলানোর অনুরোধ করেন লিটন। সঙ্গে সঙ্গেই শোধিকে ফেরার সবুজ সঙ্গেত দেন দক্ষিণ আফ্রিকার আম্পায়ার মারাইস ইরাসমাস।

হাসতে হাসতে ফের উইকেটে ফেরার আগে তরুণ হাসান মাহমুদকে বুকে জড়িয়ে আলিঙ্গন করলেন কিউই তারকা। শেরেবাংলার দর্শকেরাও করতালিতে তাকে স্বাগত জানান আবার। এরপর অবশ্য খালেদের বলে ৩৫ রানে ফেরেন তিনি। শোধি ফেরার পর শেষ পর্যন্ত ২৫৪ রানে থামে সফরকারীরা। যদিও এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে বেশ ভাইরাল। 

ক্রিকেটে মানকাডিং বলে পরিচিত এই আউটকে অনেকেই চেতনাবিরোধী বলেন। যদিও এমন আউটকে ক্রিকেটের আইনে বেশ কিছুদিন আগেই ‘স্পিরিট অব ক্রিকেট’ থেকে ‘রানআউটের’ আওতায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত ওয়ানডেতে এমন আউটের ঘটনা আছে ৫ টি।