বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিল দল ঘোষণা

Looks like you've blocked notifications!
ব্রাজিল ফুটবল দল। ছবি : এএফপি

২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা বাছাইপর্বে প্রথম দুই ম্যাচে জয় তুলে দাপুটে শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার পরের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল সেলেসাওরা। আগামী মাসে ঘরের মাঠে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অন্তর্বর্তী কোচ ফার্নান্দো দিনিজের অধীনে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল।

দলে ফিরেছেন চোটের কারণে অনেক দিন ধরে সাইডলাইনে থাকা রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচ খেলা হয়নি তার। আগামী ১৩ অক্টোবর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে। তার পাঁচদিন পর মুখোমুখি হবে উরুগুয়ের। এর আগে চলতি মাসে বলিভিয়াকে ৫–১ গোলে উড়িয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিল তারা। আর পেরুর বিপক্ষে কষ্টার্জিত ১–০ গোলের জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এ দুই ম্যাচ সামনে রেখে বেশ আগেই দল ঘোষণা করলেন ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ। ভিনিসিয়াসের মতো আগের দুই ম্যাচের জন্য প্রথমে ডাক পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা অ্যান্থনি। তবে প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ সামনে আসার পর তাকে বাদ দেওয়া হয় দল থেকে। অ্যান্থনির পরিবর্তে দলে ডাকা হয় আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে। এবার ঘোষিত দলেও জায়গা হয়নি অ্যান্থনির।

ভিনিসিয়াস ও জেসুস ছাড়াও ব্রাজিলের আক্রমণভাগে রয়েছেন বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। আগের দুই ম্যাচে দারুণ খেলা নেইমারের সঙ্গে আছেন রদ্রিগো, ম্যাথাউস কুনিয়া এবং রিচার্লিসন।

ব্রাজিল দল 

গোলকিপার: আলিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো)। 

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভান্দারসন (মোনাকো), রেনান লোদি (মার্শেই), কাইয়ো হেনরিক (মোনাকো), গাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল),মারকুইনহোস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), ব্রেমার (জুভেন্টাস)। 

মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), গারসন (ফ্লুমিঙ্গো), আন্দ্রে (ফ্লুমিনেন্স), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস) 

ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ম্যাথাউস কুনিয়া (উলভারহ্যাম্পটন), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনিয়া (বার্সেলোনা)।