মেসির অভিযোগের জবাব দিলেন পিএসজি সভাপতি

Looks like you've blocked notifications!
লিওনেল মেসি ও নাসের আল খেলাইফি। ছবি : এএফপি

মাস তিনেক আগেই ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পিএসজি ছাড়লেও ফের একবার আলোচনায় মেসি। এক সাক্ষাৎকারে অনেকটা আক্ষেপের সুরে বিশ্বকাপ জয়ের পর সাবেক ক্লাব থেকে কোনো সংবর্ধনা পাননি বলে মন্তব্য করেন মেসি, যা নিয়ে বেশ সমালোচনায় পড়েছে পিএসজি। অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফির দাবি, বিশ্বজয়ী মহাতারকাকে যথেষ্ট সম্মান দেখিয়েছে পিএসজি।

খেলাইফি বলেন, ‘সকলেই দেখেছে সংবর্ধনা দিয়েছি কি না, কারণ এটার ভিডিও প্রকাশ করা হয়েছিল। মেসিকে নিয়ে আমরা পিএসজির অনুশীলনে উদযাপন করেছি, এমনকি ব্যক্তিগতভাবে আমরা তার সঙ্গে তার বিশ্বকাপ জয় উদযাপন করেছি। এটা ঠিক যে, স্টেডিয়ামে বড় পরিসরে মেসিকে সংবর্ধনা দেয়নি পিএসজি।’

খেলাইফি আরও যোগ করেন, ‘কিন্তু সম্মানের সঙ্গে বলছি, আমরা ফ্রান্সের ক্লাব। স্টেডিয়ামে মেসির বিশ্বকাপ উদযাপন করা অবশ্যই খুব স্পর্শকাতর হতো। যে দেশকে মেসি হারিয়েছে, ওই দেশকে, তার দলের সতীর্থদের সম্মান এবং সমর্থন দিতে হতো।’

এর আগে আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যমকে ৩৬ বছর বয়সী মেসি বলেছিলেন, ‘আমি ২৫ জনের মধ্যে একমাত্র খেলোয়াড় যে বিশ্বকাপ জয়ের পর ক্লাবের কাছে কোনো স্বীকৃতি পাইনি। এই বিষয়টি অবশ্য আমি আগেই বুঝতে পেরেছিলাম। আর্জেন্টিনার কারণে তারা ফ্রান্স বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারেনি।’