বিশ্বকাপ অভিযান শুরু করতে ধর্মশালায় বাংলাদেশ দল

Looks like you've blocked notifications!
ধর্মশালায় মেহেদী হাসান মিরাজ। ছবি : মিরাজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে রীতিমতো ধরাশায়ী বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি পর্ব শেষ বাংলাদেশের। এবার বিশ্বকাপ অভিযান শুরু করার পালা। সেই লক্ষ্যে গোয়াহাটি ছেড়ে প্রথম দুই ম্যাচের ভেন্যু ধর্মশালায় গিয়ে পৌঁছেছে লাল-সবুজের দল।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে চার্টার্ড ফ্লাইটে করে আসামের গৌহাটি থেকে প্রায় আড়াইহাজার কিলোমিটার দূরের হিমাচল প্রদেশের ধর্মশালায় পৌঁছায় বাংলাদেশ। যদিও দলের সঙ্গে যাননি অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে ১০ দলের অধিনায়কদের অংশগ্রহণে প্রেসমিট অনুষ্ঠিত হবে, সেটির জন্যই দলের সঙ্গে যেতে পারেননি সাকিব।

আগামীকাল আহমেদাবাদে আইসিসি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলবেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কেরা। সেই অনুষ্ঠান শেষেই সাকিব দলের সঙ্গে যোগ দেবেন। আজ বিশ্রামে থেকে আগামীকাল থেকে মাঠের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। আফগানিস্তান ম্যাচের আগে এখানে আরও দুদিন নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।

আগামী পরশু থেকে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ মাঠে নামবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বেশ ভালো বার্তা পেয়েছে টিম ম্যানেজমেন্ট। এখনও যে কাজ করার বেশকটি জায়গা আছে, তা বাংলাদেশকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে ইংলিশরা। আর তাদের বিপক্ষেই আগামী ৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।