জিকো-মোরসালিনসহ পাঁচ ফুটবলার নিষিদ্ধ

Looks like you've blocked notifications!
বসুন্ধরার নিষিদ্ধ ফুটবলাররা। ছবি : বাফুফে

এএফসি কাপে গ্রুপপর্বের লড়াইয়ে ওডিশা এফসির বিপক্ষে ম্যাচের আগ থেকেই বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলারকে নিয়ে ছিল গুঞ্জন। ম্যাচের আগে দলীয় অনুশীলনে না থাকায় তাদের নিয়ে সন্দেহ বাড়তে থাকে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। বসুন্ধরা কিংসের তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিনসহ পাঁচ ফুটবলারকে শৃঙ্খলা ভাঙার অভিযোগে ক্লাব থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়াও সেই তালিকায় আছেন আরও দুই ফুটবলার তৌহিদুল আলম সবুজ ও রিমন হোসেন। গত সোমবার (২ অক্টোবর) এএফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওডিশার বিপক্ষে এই পাঁচ ফুটবলারকে ছাড়াই মাঠে নামে বসুন্ধরা কিংস।

জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলে দেশে ফেরার পথে বিমানবন্দরে গুরুতর শৃঙ্খলা ভেঙেছিলেন এই ফুটবলাররা। যে কারণে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন তারা। দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশও।

শুধু মাঠের খেলাই নয়, ক্লাবেও থাকতে পারছেন না এই ফুটবলাররা। কবে তাদের ফেরানো হবে সেই বিষয়ে কোন ধারণাও দেওয়া হয়নি বসুন্ধরার পক্ষ থেকে। ঠিক কি কারণে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই বিষয়ে পরিষ্কার করে কিছু জানা না গেলেও, গুঞ্জন রয়েছে ম্যাচ খেলে দেশে ফেরার সময় অবৈধভাবে মদ এনেছিলেন ওই পাঁচ ফুটবলার। যদিও বিষয়টি নিয়ে কিছুই জানায়নি ক্লাব কৃর্তপক্ষ।

তাছাড়া একই ঘটনায় দুজন স্টাফকেও সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘দলীয় শৃঙ্খলার স্থান সবার উপরে। কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে অবশ্যই শাস্তি পেতে হবে।’