ভোরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

Looks like you've blocked notifications!
মেসি ও নেইমার। ছবি : এএফপি

কদিন বিরতির পর ফের ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে দলগুলো। আগামীকাল শুক্রবার (১৩ অক্টোবর) দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। আর্জেন্টিনার পাশাপাশি মাঠে নামছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা।

শুক্রবার ভোর ৫টায় খেলতে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা বুয়েন্স এইরেসের এল মনুমেন্তালে প্যারাগুয়ের মুখোমুখি হবে। আর সকাল সাড়ে ৬টায় মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

ফুটবলপ্রেমীদেরকে দারুণ এক খবর দিয়েছে ফিফা। দুটি ম্যাচের আগে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, দুটি ম্যাচই সম্প্রচার করা হবে তাদের ওয়েবসাইটের ফিফা প্লাস চ্যানেলে। ইকুয়েডর, বলিভিয়ার বিপক্ষে জয়ের পর টানা তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে নামবে আলবিসেস্তেরা।

আর্জেন্টিনার অধিনায়ক মেসি এ ম্যাচে খেলবেন কি না তা নিশ্চিত নয়। চোটের কারণেই মেসির মাঠে নামা নিয়েই এমন অনিশ্চয়তা দেখা দিয়েছে। মেসি অনুশীলনে যোগ দিলেও তার মাঠে নামার বিষয়টি নিশ্চিত করতে পারেননি দলটির কোচ লিওনেল স্ক্যালোনি।

বাছাইয়ের টেবিলে এ মুহূর্তে দুই ম্যাচে ৬ করে পয়েন্ট ব্রাজিল ও আর্জেন্টিনার। গোল পার্থক্যে ব্রাজিল শীর্ষে ও আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে রয়েছে।