ঢাকায় শুরু হচ্ছে বার্সেলোনা একাডেমির ফুটবল ক্যাম্প

Looks like you've blocked notifications!
বার্সেলোনার ফুটবলাররা। ছবি : এফসি বার্সেলোনার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাবের তালিকা করলে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার নাম ওপরের দিকেই থাকবে। গোটা বিশ্বের মতো বাংলাদেশেও ক্লাবটির জনপ্রিয়তা তুঙ্গে। সেই কথা মাথায় রেখে এবার বাংলাদেশে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটির পথচলা।

স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ২২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বার্সেলোনার ফুটবল একাডেমির কার্যক্রম। এই আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বার্সেলোনা একাডেমি চালু হচ্ছে। ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) এবং দেশের অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ ক্যাম্প।

ফুটবলারদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছেন বার্সা একাডেমির হেড কোচ গোর্কা পুজল ও টেকনিক্যাল কো-অর্ডিনেটর জোয়েল লিনাস। সপ্তাহব্যাপী এই ক্যাম্প চলবে আইএসডির মাঠে। এই ক্যাম্পে ছয় থেকে ১৭ বছর বয়সী পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

ক্যাম্প চলাকালে বার্সেলোনার প্রশিক্ষণ পদ্ধতি এবং এই ক্লাবের মূল্যবোধ সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ থাকছে। যে পদ্ধতি অনুসরণ করে লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, শাভি এর্নান্দেসের মতো খেলোয়াড়রা বিশ্বের সেরা হয়েছেন, সে পদ্ধতি রপ্ত করার সুযোগ পাবেন এ দেশের শিক্ষার্থীরা।