ফিফা র‌্যাঙ্কিংয়ে সুখবর পাচ্ছে বাংলাদেশ

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ফুটবল দল । ছবি : বাফুফে

২০২৬ বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ। মালদ্বীপের মাঠে প্রথম লেগে ড্র করলেও দ্বিতীয় লেগে ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয়ে শুধু বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা নয় ফিফা র‌্যাঙ্কিংয়েও উন্নতি হচ্ছে বাংলাদেশের।

সেপ্টেম্বরের ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ ১৮৯তম অবস্থানে আছে। মালদ্বীপের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৯১২.৬০ অর্থাৎ ১৮.৩৭ পয়েন্ট বাড়বে। যে কারণে অক্টোবরে ফিফা তাদের র‌্যাঙ্কিং আপডেট করলে বাংলাদেশ ছয় ধাপ এগিয়ে ১৮৩তম অবস্থানে জায়গা পাবে।

আগামী ১৭ নভেম্বর বিশ্বকাপের প্রিলিমিনারি বাছাই রাউন্ড দুইয়ের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। মেলবোর্নের অ্যামি পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা।  বসুন্ধরা কিংস থেকে নিষেধাজ্ঞা থাকায় ডিফেন্ডার তপু বর্মণ, গোলরক্ষক আনিসুর রহমান জিকো অস্ট্রেলিয়া ম্যাচে সুযোগ পাবেন না। গতকাল দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় সোহেল রানাও মিস করছেন বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ।

অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফুটবলে এশিয়ার প্রতিনিধিত্ব করে। বিশ্বকাপ খেলা দলের সঙ্গে বাংলাদেশ সচরাচর খেলার সুযোগ পায় না। তাই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপে পেয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের ফরোয়ার্ড রাকিব হোসেন, 'অস্ট্রেলিয়া বিশ্বকাপে নিয়মিতই অংশ নেয়। এবার তারা আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে। এমন একটি দলের বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতার।'