অটোরিকশায় তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি স্টোকস

Looks like you've blocked notifications!
বেন স্টোকস। ছবি : এএফপি

কলকাতা, দিল্লি, চেন্নাইসহ ভারতের যেকোনো শহরেই অটোর দাপট বরাবর চর্চার বিষয়। সিগনালের তোয়াক্কা না করা, অতিরিক্ত যাত্রী তোলা, লাগাম ছাড়া গতি—এ সবের জন্যই অটো আলোচনায় উঠে আসে। এ বার সেই অটোতে চড়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরলেন ইংলিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকস।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় একটি অটোতে করে ঘুরে বেড়াচ্ছেন বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন ও ইংল্যান্ড দলের ফিটনেস ট্রেনার অ্যান্ডি মিচেল। ভিডিওতে ভারতে অটোরিকশায় তিক্ত অভিজ্ঞতার গল্প শুনিয়েছেন তিনি।

ভিডিওতে স্টোকস বলেন, ‘আমার, লিভির (লিভিংস্টোন) উচ্চতা অনেক। আমাদের সঙ্গে ছিলেন ফিটনেস কোচ মিচেল। সে উচ্চতায় আমাদের চেয়েও বড়। কিন্তু, টুক-টুক (অটোরিকশা) খুব বড় ছিল না। আপনি কল্পনা করুন আমরা কতটা গাদাগাদি করে টুক-টুকের পেছনে বসেছিলাম। আমরা শুধু এটাই পেয়েছিলাম। আমরা উদ্দেশ্যহীন ছুটছিলাম। এটা ধীর হয় না, শুধু চলতেই থাকে।’

তিক্ত অভিজ্ঞতার গল্প বলার সময় অটোরিকশায় সেদিনের ভিডিও দেখান স্টোকস। অটোরিকশার ভেতরের অংশ অবশ্য দেখা যায়নি। তবে, বোঝা যাচ্ছিল–বেশ দ্রুতগতিতে চলছিল অটোরিকশাটি। একবার হঠাৎ অটোরিকশার সামনে একটি মাইক্রোবাসকেও ঢুকে যেতে দেখা যায়। যেটা ভয়ঙ্কর মনে হওয়ারই কথা স্টোকসদের কাছে। যদিও ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, ভিডিও দেখে বোঝার উপায় নেই।