বেলিংহাম জাদুতে এল ক্লাসিকো জয় রিয়ালের

Looks like you've blocked notifications!
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ। ছবি : এএফপি

মৌসুমের প্রথম এল ক্লাসিকো হলো উত্তেজনায় ঠাসা। বার্সেলোনার মাঠে শেষ মুহূর্তে গোল করে জয়ের উল্লাসে মেতে উঠলো রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়েও জুড বেলিংহাম জোড়া গোল করে দলকে জেতালেন।

গতকাল শনিবার (২৯ অক্টোবর) লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রোমাঞ্চকর লড়াইয়ে বার্সার মাঠে ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল। সফরকারীদের হয়ে জোড়া গোল করেন ফর্মের চূড়ায় থাকা বেলিংহ্যাম।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য দাপট ছিল বার্সার। ম্যাচের ষষ্ঠ মিনিটেই ইলকাই গুন্দোয়ানের গোলে এগিয়ে যায় কাতালানরা। ফেরান তোরেসের পাস থেকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি গুন্দোয়ান। প্রথমার্ধেই আরও একটা গোল পেতে পারতো বার্সা। টনি ক্রুসের পা থেকে বল নিয়ে গোলে দারুণ শট নিয়েছিলেন ফার্মিন লোপেজ। তবে বল ফেরত আসে সাইডপোস্ট থেকে। যার ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধেও শুরুটা ছিল প্রথমার্ধের মতোই। একাধিকবার আক্রমণে ওঠে ভয় ধরিয়েছিলেন হোয়াও ক্যানসেলো। তবে গোলটা তার পাওয়া হয়নি। ম্যাচের ৬৩তম মিনিটে রিয়ালের বদলি হিসেবে মাঠে নামেন লুকা মদ্রিচ। এই ক্রোয়েটের কল্যাণেই যেন ম্যাচে ফেরে রিয়াল। ম্যাচের ৬৮তম মিনিটে জুড বেলিংহামের দূরপাল্লার শট জালে জড়ায়। তার এই গোলেই ১-১ সমতায় ফেরে রিয়াল। বাকি সময়টা পুরোপুরি নিজেদের করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা।। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে বার্সেলোনা সমর্থকদের হৃদস্পন্দন থমকে দিয়ে রিয়াল সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন বেলিংহাম।

এই ম্যাচের পর ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো রিয়াল। সমান খেলে ২৫ পয়েন্ট নিয়ে তিনে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। জিরোনাও রিয়ালের সমান ২৮ পয়েন্ট পেলেও গোলব্যবধানে দ্বিতীয় স্থানে।